ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

গেইলের সঙ্গে পার্টি করায় স্নেহাকে নিয়ে হৈচৈ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
গেইলের সঙ্গে পার্টি করায় স্নেহাকে নিয়ে হৈচৈ স্নেহা উল্লাল ও ক্রিস গেইল

বলিউড অভিনেত্রী স্নেহা উল্লাল অনেকদিন ধরেই খবরে নেই। অথচ এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে হঠাৎ তাকে ঘিরে হৈচৈ পড়ে গেছে! তার নামই আছে ট্রেন্ডিংয়ে।

এর কৃতিত্ব অবশ্য ওয়েস্ট ইন্ডিজের দুই ক্রিকেটার ক্রিস গেইল ও ডোয়াইন ব্রাভোর।

টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ মাঠে নামার একদিন আগে তাদের সঙ্গে পার্টিতে অংশ নেন স্নেহা। বুধবার (১৬ মার্চ) ইংল্যান্ডের বিপক্ষে খেলায় গেইলকে শুভকামনা জানান ২৮ বছর বয়সী এই অভিনেত্রী। ফেসবুকে স্নেহা জানান, ৩৬ বছর বয়সী এই ক্যারিবীয় তারকার সঙ্গে নেচেছেন, জমিয়ে আড্ডাও দিয়েছেন। তিনি বলেন, ‘ক্রিস গেইলকে দেখুন! খুব শান্ত মানুষ। ’

স্নেহার শুভকামনা কাজে এসেছে! ইংল্যান্ডের বিপক্ষে ৪৭ বলে ১০০ করে টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রুততম সেঞ্চুরির নতুন রেকর্ড গড়েছেন জ্যামাইকান ওপেনার ক্রিস গেইল। টি-টোয়েন্টিতে এখন সবচেয়ে বেশি ছয়ের মালিকও তিনি।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ডের মধ্যকার খেলা শেষে ফেসবুকে ছবিগুলো পোস্ট করেন স্নেহা। এ অনুষ্ঠানে ব্রাভো তার নতুন গান প্রকাশ করেন। এ তথ্য জানিয়ে স্নেহা লিখেছেন, ‘অনেক মজা করলাম। মনে রাখার মতো একটি রাত কাটলো। আমাকে আমন্ত্রণ জানানোর জন্য ভেগা এন্টারটেইনমেন্টকে ধন্যবাদ। ’

২০০৫ সালে বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে ‘লাকি: নো টাইম ফর লাভ’ ছবিতে অভিনয় করে পরিচিতি পান স্নেহা। এর মাধ্যমেই বলিউডে অভিষেক হয় তার। ঐশ্বরিয়া রাইয়ের সঙ্গে চেহারায় কিছুটা সাদৃশ্য থাকায় অল্প সময়ে জনপ্রিয়তা পেয়ে যান তিনি।  

এখন আঞ্চলিক ছবিতেই বেশি কাজ করেন স্নেহা। এর মধ্যে মুক্তি পেয়েছে তেলেগু ছবি ‘ভারুদু’, ‘দ্য ব্লববাস্টার সিমহা’ ও ‘অ্যাকশন থ্রিডি’। কান্নাড়া ছবি ‘দেবী’ আর অনন্ত জলিল অভিনীত বাংলাদেশের ছবি ‘মোস্ট ওয়েলকাম’-এ দেখা গেছে তাকে। সর্বশেষ গত বছর ‘বেজুবান ইশক’ ছবিতে অভিনয় করেন তিনি। এতে তার সহশিল্পী ছিলেন মুগ্ধ ঘোষ ও নিশান্ত মালকানি।

বাংলাদেশ সময়: ১১৩১ ঘন্টা, মার্চ ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।