ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

গান বাছাই করার সুযোগ নেই : ন্যানসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
গান বাছাই করার সুযোগ নেই : ন্যানসি ন্যানসি/ছবি: সোলায়মান হারুনী মৃদুল/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নিয়মিত প্লেব্যাক করছেন জনপ্রিয় সংগীতশিল্পী ন্যানসি। এ সপ্তাহে তিনটি নতুন গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

এর মধ্যে দুটি গানে তার সহশিল্পী মনির খান, অন্যটিতে ধ্রুব গুহ।

বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে বাংলানিউজের সঙ্গে আলাপে ন্যানসি জানান, তিনটি গান তিন রকম। তিনটি ছবির গান গাইলেও ওয়াকিল আহমেদ পরিচালিত ‘কতো স্বপ্ন কতো আশা’ ও রয়েল খান পরিচালিত ‘গেম রিটার্নস’ ছবি দুটির নাম মনে আছে তার।

চলচ্চিত্রের গান নির্বাচনের বেলায় ন্যানসি কোন বিষয়টা মাথায় রাখেন? এমন প্রশ্ন শুনে হাসলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই শিল্পী। তারপর বললেন, ‘সাধারণত গান বাছাই করার সুযোগ থাকে না। গাওয়ার প্রস্তাব আসে, গাই। তবে একটা ব্যাপার লক্ষ্য রাখি, সংখ্যায় যেন খুব বেশি না হয়ে যায়। ’

বিষয়টি নিয়ে ন্যানসি আরও বিস্তৃত করে বলেন, ‘আমি যে সবসময় ভালো গানগুলো গাই, তেমনটা নয়। ঠিকঠাক কণ্ঠ দিলেও সহশিল্পী হয়তো ভালো করতে পারলেন না বা সুর শ্রোতাদের ভালো লাগলো না- এসব কারণে একটা গান শেষ পর্যন্ত ভালো না-ও হতে পারে। আমি বেছে বেছে কাজ করি- এটাও বলা যাচ্ছে না। এটুকু বলি যে, আমি অপেক্ষাকৃত কম কাজ করার চেষ্টা করি। ’

এদিকে ন্যানসির নতুন একক ‘ভালোবাসো বলেই…’ বাজারে আসার কথা ছিলো গত ১৫ মার্চ। আহমেদ রিজভীর কথায় অ্যালবামটি কয়েকবার ঘোষণার তারিখ অনুযায়ী প্রকাশ হলো না। এটি ঠিক কবে শ্রোতাদের হাতে তুলে দেওয়া হতে পারে এ নিয়ে কিছু জানাতে অপারগ ন্যানসি।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসও/জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।