ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

বিনোদন

জিতের বোন পূজা!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জিতের বোন পূজা! ‘বাদশা’ ছবির সেটে পূজা চেরী ও জিৎ

প্রিয় অভিনেতার সঙ্গে অভিনয় করে উচ্ছ্বসিত মডেল-অভিনেত্রী পূজা চেরী। ওপার বাংলার জনপ্রিয় নায়ক জিতের সঙ্গে সংলাপ বিনিময় করেছেন তিনি।

‘বাদশা’ ছবিতে ভাইবোনের ভূমিকায় দেখা যাবে তাদেরকে।

বৃহস্পতিবার (১৭ মার্চ) দুপুরে পূজা বাংলানিউজকে জানান, বড়পর্দায় নায়িকা বা অন্য কোনো গুরুত্বপূর্ণ অভিনেত্রীর কিশোরী বেলার চরিত্রে অভিনয় করলেও প্রথম ও শেষবারের মতো নায়কের বোনের ভূমিকায় কাজ করেছেন তিনি। পূজা জানান, জিতের কারণেই এ ছবিতে অভিনয় করেছেন। কারণ জিৎ তার প্রিয় নায়ক।

পূজা চেরী বলেন, ‘উত্তরায় জিতের সঙ্গে শুটিংয়ে সুন্দর সময় কাটিয়েছি। তিনি খুব ভালো মনের মানুষ। বেশ সহযোগিতা করেছেন। অভিনয়ের বেলায় মনে রাখিনি, জিতের সঙ্গে কাজ করছি। ’

পূজা জানান, নায়কের বোন কিংবা নায়িকার কিশোরী বয়সের চরিত্রে আর দেখা যাবে না তাকে। কারণ অচিরেই নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। পূজার মতে, পূর্ণ নায়িকা হওয়ার মতো যথেষ্ট গুণাবলী তার মধ্যে রয়েছে।

এদিকে ‘বাদশা’র কাজ করতে আগামী ২০ মার্চ ভারতে যেতে হবে পূজাকে। সেখানে তিনি আবারও ক্যামেরার সামনে দাঁড়াবেন প্রিয় নায়কের সঙ্গে।

বাংলাদেশ সময়: ১৩০১ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
এসও/জেএইচ


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।