ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পুনর্মিলনী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৫ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জাবি নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের পুনর্মিলনী

বাংলাদেশে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রথম পূর্ণাঙ্গ নাট্যশিক্ষার সূচনা ঘটেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। ‘নাটক ও নাট্যতত্ত¡ বিভাগ’ নামে নাটকের এই ঐতিহ্যবাহী বিভাগটি সম্প্রতি অতিক্রম করেছে গৌরবময় ৩০ বছর।



গত তিন দশকে এই বিভাগ থেকে শিক্ষা অর্জনকারী শিক্ষার্থীরা দেশে-বিদেশে নিজেদের মেধা ও মননের স্বাক্ষর রেখে চলেছেন নিরন্তর, উজ্জ্বল করছেন দেশের ভাবমূর্তি, সমৃদ্ধ করছেন জাতীয় সংস্কৃতি।

নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মাঝে পরিচয় এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য আয়োজন করা হয়েছে দু’দিনের পুনর্মিলনী অনুষ্ঠান। আসছে চৈত্র সংক্রান্তি ও পহেলা বৈশাখের (১৩ ও ১৪ এপ্রিল) দু’দিনব্যাপী এই আয়োজন হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নাটক ও নাট্যতত্ত¡ বিভাগের সভাপতি অধ্যাপক ইউসুফ হাসান অর্ক জানান, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে প্রাথমিক যোগাযোগের জন্য দায়িত্বপ্রাপ্ত হয়েছেন বিভাগের শিক্ষক অধ্যাপক আহমেদ আমিনুল ইসলাম এবং রেজা আরিফ।

বাংলাদেশ সময় : ১৪০৭ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।