ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

জেমস বন্ড হতে চান হৃতিক!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জেমস বন্ড হতে চান হৃতিক! হৃতিক রোশন

‘বেওয়াচ’ ছবিতে প্রিয়াঙ্কা চোপড়া আর ‘ট্রিপল এক্স: দ্য রিটার্ন অব জ্যান্ডার কেজ’ ছবিতে কাজ করছেন দীপিকা পাড়ুকোন। বলিউড আরও কয়েকজন অভিনেত্রী গেছেন হলিউডে।

কিন্তু সুপারস্টার অভিনেতাদের অবস্থা কী?

বিশেষ করে হৃতিক রোশনের মধ্যে হলিউডে কাজ করার সব গুণাবলি আছে। সর্বশেষ ২০১৪ সালে তাকে যে ছবিতে দেখা গেছে, সেই ‘ব্যাং ব্যাং’ তৈরি হয়েছে হলিউড তারকা টম ক্রুজ অভিনীত ‘নাইট অ্যান্ড ডে’র রিমেক হিসেবে।

তাই সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে এক ভক্ত হৃতিকের কাছে তার হলিউড নিয়ে পরিকল্পনা জানতে চেয়েছেন। ৪২ বছর বয়সী এই অভিনেতা জানান, জেমস বন্ডের মতো কোনো চরিত্র হলে কাজ করতে রাজি আছেন।

তাহলে কি ড্যানিয়েল ক্রেগের পর হৃতিক হতে যাচ্ছেন নতুন বন্ড? না, হলিউড নয়। বলিউডে জেমস বন্ডের মতো চরিত্রে অভিনয় করতে চান ‘কৃষ’ তারকা। তার কথায়, ‘হিন্দিতে বন্ড হতে পারলে ভালো লাগবে। যেমন ‘ধুম টু’র আরিয়ান কিংবা ‘ব্যাং ব্যাং’ ছবির রাজবীর। কিন্তু কেউ লেখে নাতো!’

শোনা যাচ্ছে, ‘আশিকি থ্রি’ ছবিতে অভিনয় করবেন হৃতিক। এ প্রসঙ্গে তার ভাষ্য, “সংবাদমাধ্যমে যা লেখা হয় সব বিশ্বাস করবেন না। এখন থেকে নিজের নতুন খবর আমি নিজেই জানাবো। এখন শুধু দুটি ছবির কাজ করছি। একটা হলো ‘কাবিল’, অন্যটার প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। ব্যস। ”

যশরাজ ফিল্মসের ছবি প্রসঙ্গে বিস্তারিত না জানালেও ধারণা করা হচ্ছে এটি ‘ধুম’ সিরিজের চতুর্থ ছবি। হৃতিকের নতুন ছবির মধ্যে এ বছর ১২ আগস্ট মুক্তি পাবে আশুতোষ গোয়াড়িকরের ‘মহেঞ্জোদারো’। এতে তার বিপরীতে আছেন পূজা হেগড়ে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।