ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

রুনা লায়লার মেয়েকে সালমানের শুভেচ্ছা (ভিডিও)

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
রুনা লায়লার মেয়েকে সালমানের শুভেচ্ছা (ভিডিও) রুনা লায়লা ও সালমান খান

বাংলাদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কণ্ঠশিল্পী রুনা লায়লা এখন মুম্বাইয়ে। এই শহরে ভারতের কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি।

এবার তার সঙ্গে দেখা হয়ে গেলো বলিউড সুপারস্টার সালমান খানের।

রুনা ফেসবুকে লিখেছেন, ‘এক ও অদ্বিতীয় সালমান খানের সঙ্গে দেখা হলো। ’ সল্লুর গত বছরের ছবি ‘জয় হো!’র নামও উল্লেখ করেছেন তিনি।

রুনার কন্যা তানি লায়লাকে শুভেচ্ছা জানিয়েছেন সালমান। এক ভিডিও বার্তায় ৫০ বছর বয়সী এই অভিনেতা বলেন, ‘হাই তানি! আশা করি ভালো আছো। সৃষ্টিকর্তা তোমার সহায় হোন। যত্ন নিও। ’
runa_salman
ভিডিওটি ফেসবুকে শেয়ার করে তানি লিখেছেন, ‘ধন্যবাদ আমার অসাধারণ মাকে। সালমান আপনাকে ভালো লাগে, সবসময়ই ভালো লাগবে। ’

বুধবার (১৬ মার্চ) মুম্বাইয়ে দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ডের বিচারক হিসেবে সংবাদ সম্মেলনে অংশ নেন রুনা। পরদিন সালমানের সঙ্গে সাক্ষাৎ হয় তার। তিনি ঢাকায় ফিরবেন শুক্রবার (১৮ মার্চ)।


* রুনা লায়লার কন্যা তানি লায়লার জন্য সালমানের ভিডিও বার্তা দেখতে ক্লিক করুন :

বাংলাদেশ সময় : ২৩১০ ঘণ্টা, মার্চ ১৭, ২০১৬
জেএইচ

* লতা মঙ্গেশকরের ঘরে রুনা লায়লা

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।