ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

মিমের বিস্কুট খাওয়ার গল্প

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৫ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
মিমের বিস্কুট খাওয়ার গল্প বিজ্ঞাপনের দৃশ্যে বিদ্যা সিনহা মিম

বিস্কুট খেতে ভালো লাগে বিদ্যা সিনহা মিমের। খাবারের কিছু কিনতে গেলে প্রায়ই বিস্কুট কেনেন তিনি।

ব্যক্তিজীবনে তার কাছের মানুষরা এটা জানেন, এবার জানবে দর্শকরাও। তার বিস্কুট প্রীতি দেখা যাবে পর্দায়।

একটি বিস্কুটের বিজ্ঞাপনচিত্রে মডেল হয়েছেন ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ মিম। শুরুতে মেয়েটি ঘরে বিস্কুটের সঙ্গে লুকোচুরি খেলে। শেষে পার্টিতে যায় সে। সেখানে গিয়েও বিস্কুট না খেয়ে থাকতে পারে না মেয়েটি। এমনকি প্রেমিককে ফেলেই বিস্কুট খাওয়া শুরু করে সে।

রাজধানীর তেজগাঁওস্থ কোক স্টুডিওতে এর চিত্রায়ন হয়েছে বৃহস্পতিবার (১৭ মার্চ)। এটি নির্মাণ করেছেন মেহেদি হাসিব। ৬০ সেকেন্ড ব্যাপ্তির বিজ্ঞাপনটি প্রচার হবে শিগগিরই।

মিম সর্বশেষ কেয়ার বিজ্ঞাপনে মডেল হন। তিনি এখন অভিনয় করছেন ‘দাগ’ নামের একটি ছবিতে। তার সঙ্গে আছেন বাপ্পি চৌধুরী।

বাংলাদেশ সময় : ০০৩২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।