ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আমিরায় মুগ্ধ জ্যাকি চ্যানের বিদায়ী কেক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
আমিরায় মুগ্ধ জ্যাকি চ্যানের বিদায়ী কেক আমিরা দাস্তুর ও জ্যাকি চ্যান

আইসল্যান্ডের হিমশীতল পরিবেশে ‘কুংফু ইয়োগা’ ছবির কাজ শেষে মার্শাল আর্ট তারকা জ্যাকি চ্যানের কাছ থেকে উষ্ণ বিদায় সংবর্ধনা পেলেন বলিউড অভিনেত্রী আমিরা দাস্তুর। সেখানে দৃশ্যধারণের শেষ দিন ছবির সব সদস্যের জন্য একটি কেক নিয়ে আসেন জ্যাকি।



জানা গেছে, আমিরার পেশাদারিত্বে মুগ্ধ হয়েছেন জ্যাকি চ্যান। তাই আইল্যান্ডের দৃশ্যধারণের শেষ দিন আমিরা ও অন্যান্যদের জন্য একটি কেক নিয়ে আসেন তিনি। কারণ ভীষণ ঠান্ডায় কাজ করাটা ছিলো খুব কঠিন। এমন প্রতিকূল পরিস্থিতিতেও আমিরা যে পেশাদারিত্ব দেখিয়েছেন তাতে মুগ্ধ না হয়ে পারেননি ৬১ বছর বয়সী এই অভিনেতা।

হাড়কাপুনি ঠান্ডায় কাজ করার পাশাপাশি খরস্রোতা নদীও পার হতে হয়েছে জ্যাকি, আমিরা ও অন্যান্যদের। এর দৃশ্যায়ন হয়েছে হিমবাহ উপহ্রদে। সব মেনে নিয়ে কাজ করে যাওয়ায় ধন্যবাদ জানাতেই কেক কিনলেন তিনি।

চীনের প্রেসিডেন্ট জি জিনপিং ভারত সফরে আসার পর তিনটি ছবি তৈরির চুক্তি হয়েছিলো দুই দেশের মধ্যে। ‘কুংফু ইয়োগা’ তারই একটি। এতে ভারতীয় তারকাদের মধ্যে আরও আছেন সনু সুদ। স্ট্যানলি টং পরিচালিত ছবিটির চিত্রায়ন হয়েছে দুবাই, বেইজিং ও ভারতে।

২০১৩ সালে ‘ইসাক’-এর মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন আমিরা দাস্তুর। কিন্তু খুব একটা ফায়দা করতে পারেনি ছবিটি। গত বছর ভাট পরিবারের ‘মিস্টার এক্স’ জনপ্রিয়তা বাড়িয়েছে তার। এরপর তিনি মুখ দেখিয়েছেন সোনু নিগামের গানের ভিডিওতে।

* জ্যাকি চ্যানের সঙ্গে আমিরার কুংফু

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।