ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

শাহরুখের সঙ্গে আইটেম গানে সানি লিওন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
শাহরুখের সঙ্গে আইটেম গানে সানি লিওন

এই খবরটা দিনটা রৌদ্রজ্জ্বল করে দেবে নিশ্চিত! বলিউড সুপারস্টার শাহরুখ খানের সঙ্গে আইটেম গানে নাচবেন অভিনেত্রী সানি লিওন। ‘রায়ীস’ ছবিতে পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে তাদের।

খবর বলিউড লাইফের।

ফিরোজ খান ও জিনাত আমান অভিনীত ‘কুরবানি’র কালজয়ী গান ‘লায়লা ও লায়লা’র তালে বলিউড বাদশার সঙ্গে নাচবেন সানি। আশা করা হচ্ছে, সব আইটেম গানের বাপ হবে এটি! ৩৪ বছর বয়সী এই অভিনেত্রী তাই উচ্ছ্বসিত। প্রযোজকদ্বয় ফারহান আখতার ও রিতেশ সিধওয়ানি এরই মধ্যে গানটির স্বত্ত্ব কিনে নিয়েছেন।

আশির দশকের প্রেক্ষাপটে নির্মাণাধীন ‘রায়ীস’-এ এমন একটি গান প্রয়োজন বলে উল্লেখ করা হয়েছে। এতে সানিকে অন্তর্ভুক্ত করার আইডিয়া স্বয়ং শাহরুখের। মুম্বাইয়ে বিশাল সেটে তারা এখন মহড়ায় ব্যস্ত। আগামী মাসে দৃশ্যধারণের সময় সাদা রঙা গাউন পরবেন সানি। ছবিটি পরিচালনা করছেন রাহুল ঢোলাকিয়া। এতে আরও আছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি ও পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।

সম্প্রতি সানি লিওনের সঙ্গে অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন বলিউডের আরেক সুপারস্টার আমির খান। গত ৮ ফেব্রুয়ারি তারা একসঙ্গে মধ্যাহ্নভোজও করেন। দু’জনকে এক পর্দায় যে শিগগিরই দেখা যাবে না কে বলতে পারে!

এদিকে হৃতিক রোশনের নতুন ছবি সঞ্জয় গুপ্ত পরিচালিত ‘কাবিল’-এর আইটেম গানে নাচার চুক্তি করে ফেলেছেন সানি লিওন। এ ছাড়া ভারত সরকারের ধূমপান বিরোধী কর্মসূচির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন তিনি।

সানি লিওনের হাতে আছে জেসমিন ডি’সুজা পরিচালিত ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ নামের একটি ছবি। অন্যদিকে গৌরি শিন্ডে ও ইমতিয়াজ আলির পরিচালনায় পৃথক দুটি ছবিতে অভিনয় করছেন শাহরুখ। কোনোটারই নাম চূড়ান্ত হয়নি। এর মধ্যে ইমতিয়াজের ছবিতে শিখ চরিত্রে দেখা যাবে তাকে।

বাংলাদেশ সময়: ১৬১৮ ঘণ্টা, মার্চ ১৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।