ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

অর্ণবের প্রশংসায় পঞ্চমুখ ইরফান খান

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
অর্ণবের প্রশংসায় পঞ্চমুখ ইরফান খান ইরফান খান ও অর্ণব-ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশের সংগীতের গুণমুগ্ধ শ্রোতা বলিউড অভিনেতা ইরফান খান। এ দেশের শিল্পীদের মধ্যে অর্ণবের গানের প্রশংসা ঝরলো তার কণ্ঠে।

শুক্রবার (১৮ মার্চ) রাতে রাজধানীর একটি পাঁচতারা হোটেলে ‘ডুব’ ছবির মহরত অনুষ্ঠানে একথা বলে হাততালি পেয়েছেন ইরফান।

গান-বাজনার মধ্যে রবীন্দ্রসংগীত বেশি ভালো লাগে বলে জানান ইরফান। তিনি বলেছেন, ‘আমি শ্রোতা হিসেবে বারবার রবীন্দ্রনাথ ঠাকুরের কাছেই ফিরে যাই। এ দেশের শিল্পীদের মধ্যে অর্ণবের গান আমাকে মুগ্ধ করেছে। ’

ফারুকীর ‘পিঁপড়াবিদ্যা’ ছাড়া বাংলাদেশি আর কোনো ছবি দেখার সুযোগ হয়নি বলে জানান ইরফানের। তবে বেশকিছু ছবি দেখার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। মহরত অনুষ্ঠানটি উপস্থাপনা করেন স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব।

‘ডুব’ ছবির গল্প হলো দুরবস্থায় পড়া ও তা থেকে উতরে ওঠা দুটি পরিবারকে ঘিরে। এর মধ্যে একটি পরিবারের কর্তার মৃত্যুর পর উভয় পক্ষই বুঝতে পারে ভালোবাসার বুনন কতো দারুণ। মৃত্যু সবসময় সবকিছু দূরে নিয়ে যায় না, কখনও কখনও কাছেও নিয়ে আসে। জীবন কখনও কখনও নির্মম, কিন্তু মৃত্যুর মাঝে থাকে ভালোবাসা, সম্মান ও সমবেদনা।

এবারই প্রথম বাংলাদেশি কোনো নির্মাতার ছবিতে কাজ করছেন ইরফান। রোববার (২০ মার্চ) থেকে টানা ২৫ এপ্রিল পর্যন্ত চলবে এর দৃশ্যধারণ।

এতে ইরফানে সঙ্গে অভিনয় করবেন রোকেয়া প্রাচী, নুসরাত ইমরোজ তিশা, নাদের চৌধুরী ও কলকাতার পার্নো মিত্র। অভিনয়ের পাশাপাশি ইরফান এর সহ-প্রযোজকও। অন্য দুটি প্রযোজনা প্রতিষ্ঠান হলো জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজ।

বাংলাদেশ সময় : ০১৩৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।