ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

প্রেম করছেন ফারহান-কালকি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৬ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
প্রেম করছেন ফারহান-কালকি

নতুন গুঞ্জন, প্রেমে হাবুডুবু খাচ্ছেন বলিউড অভিনেতা ফারহান আখতার ও অভিনেত্রী কালকি কোচলিন। শিগগিরই সংসার পাতার দিকেই এগোচ্ছেন তারা।

‘জিন্দেগি না মিলেগি দোবারা’ ছবিতে একসঙ্গে অভিনয় করেছিলেন দু’জনে।

প্রাক্তন স্ত্রী অধুনা ভবানির সঙ্গে ছাড়াছাড়ির পেছনে অদিতি রাও হায়দারির সঙ্গে ফারহানের প্রেমকেই কারণ হিসেবে দেখা হয়েছে। কারণ ‘ওয়াজির’ ছবিতে একসঙ্গে কাজ করেছেন তারা। কিন্তু এখন শোনা যাচ্ছে কালকি হচ্ছেন তার নতুন প্রেমিকা। দু’জনই এখন মুক্ত বিহঙ্গ!

চলচ্চিত্রকার অনুরাগ কাশ্যাপের সঙ্গে কালকির বিয়ে বিচ্ছেদ হয়ে গেছে এক বছর আগে। অধুনার সঙ্গে ফারহানেরও ১৬ বছরের দাম্পত্য জীবনের আনুষ্ঠানিক বিচ্ছেদের প্রক্রিয়া চলছে। তাদের দুই কন্যাসন্তান আছে। এ দু’জনের ছাড়াছাড়ি ভক্ত ও কাছের মানুষদের কাছে ছিলো হতবাক করার মতো ঘটনা।

মজার ব্যাপার হলো, ‘জিন্দেগি না মিলেগি দোবারা’ মুক্তির পর থেকে ফারহান ও কালকির তেমন দেখা-সাক্ষাৎ হয়নি। তবে যোগাযোগ ঠিকই হতো। অধুনার সঙ্গে ছাড়াছাড়ির পর কালকির সঙ্গে ফারহানের বন্ধুত্ব রূপ নিয়েছে প্রেমে। গত দুই মাস ধরে তারা বেশিরভাগ সময় কাটাচ্ছেন একান্তে। খবর মিড-ডের।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।