ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

তাহসানকে ঘিরে আইরিন আফরোজের উচ্ছ্বাস!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
তাহসানকে ঘিরে আইরিন আফরোজের উচ্ছ্বাস!

সংগীতশিল্পী তাহসানের সঙ্গে গান-বাজনা করা কিংবা তার কাছাকাছি আসতে পারা অনেক তরুণ-তরুণীর স্বপ্ন। গানের মানুষ না হয়েও ছোটপর্দার উঠতি অভিনেত্রী আইরিন আফরোজের সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেলো! কীভাবে?

শুনুন তাহলে।

‘কিছু ভুল, কিছু অভিমান’ নামের একটি নাটকে সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণ করা এক প্রতিযোগীর চরিত্রে অভিনয় করেছেন আইরিন। বিচারক হিসেবে তাহসান তাকে ইয়েস কার্ড দেন। মেয়েটি তাহসানের কনসার্ট আগে থেকেই দেখেছে, বলা যায় তাহসান বলতে পাগল!

একদিন মেয়েটির কাছে অ্যালবাম বের করার প্রস্তাব এলে সে শর্ত দেয় তাহসান হলেই কেবল কাজটি করবেন। তার স্বপ্নটা পূরণ হয়। একসঙ্গে গান করতে গিয়ে তাদের মধ্যে ভালো বোঝাপড়া হয়। এ কারণে মেয়েটিকে নিয়ে সন্দেহ করে তার স্ত্রী। একদিন দু’জনকে নিয়ে গুঞ্জন বেরিয়ে পড়ে সংবাদমাধ্যমে। তখনই স্ত্রী চলে যায় বাবার বাড়ি।  

আইরিন বাংলানিউজকে বললেন, “অভিনয়ে আসার আগে থেকে তাহসান ভাইয়ের গান শুনি। আশফাক নিপুণের পরিচালনায় ‘ভালোবাসার ছাড়পত্র’ নামের একটি নাটকে প্রথমবার তার সঙ্গে অভিনয় করেছিলাম। গত রোজার ঈদে প্রচার হয় এটি। তবে ওই নাটকে আমরা ছিলাম কাজিন। এবার তার মতোই সংগীতশিল্পীর চরিত্রে অভিনয় করতে পেরে আমি উচ্ছ্বসিত। ”

‘কিছু ভুল, কিছু অভিমান’ নাটকে তাহসানের স্ত্রীর ভূমিকায় আছেন নুসরাত ইমরোজ তিশা। গত সপ্তাহে এর দৃশ্যায়ন হয়েছে মগবাজারে সন্ধির স্টুডিওতে ও বেইলি রোডের রেস্তোরাঁয়। নাটকটি লিখেছেন ও পরিচালনা করেছেন ইমরাউল রাফাত। আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখে এটি প্রচার হবে আরটিভিতে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।