ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

কলকাতায় মারমুখো শাকিব খান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
কলকাতায় মারমুখো শাকিব খান ‘শিকারী’ ছবির দৃশ্যে শাকিব খান

‘শিকারী’ ছরিব দৃ্শ্যধারণে ভারতের কলকাতায় ব্যস্ত সময় কাটাচ্ছেন শাকিব খান। নিজের ফেসবুক পাতায় শুটিংয়ের কয়েকটি ছবি দিয়েছেন শাকিব।



কলকাতার বিভিন্ন স্থানে ছবিটির অ্যাকশন দৃশ্যে অংশ নিচ্ছেন শাকিব। জানা গেছে, যৌথ প্রযোজনার এ ছবিতে শাকিব কোনো ডামি ব্যবহার করছেন না। ঝুকিপূর্ণ দৃশ্যে নিজেই শট দিচ্ছেন।  

এদিকে প্রথম দিনে অ্যাকশন দৃশের জন্য ড্রোনসহ ৪টি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। আর অ্যাকশন দৃশ্য পরিচালনা করছেন শাহরুখ খানের ‘চেন্নাই এক্সপ্রেস’-এর ফাইট ডিরেক্টর। ছবিটি নিয়ে শুরু থেকেই আশাবাদী শাকিব জানান, নতুন কিছু আসছে।  
 
‘শিকারী’তে প্রথমবারের মতো শাকিবের বিপরীতে দেখা যাবে ওপারের নায়িকা শ্রাবন্তীকে। কিছুদিন আগে ‘শিকারী’র মহরতে যোগ দিতে ঢাকায় এসেছিলেন তিনি। তখন জানিয়েছিলেন কলকাতায় শাকিবকে নিজের হাতের রান্না খাওয়াবেন শ্রাবন্তী। খোঁজ নিয়ে জানা গেছে, কয়েকদিন কেটে গেলেও একসঙ্গে শুটিং করা হয়নি তাদের।  

বাংলাদেশ সময়: ১৫১৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।