ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সালমান খান বনাম আ খ ম হাসান!

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৭ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
সালমান খান বনাম আ খ ম হাসান! আ খ ম হাসান

নিজের বিয়ে নিয়ে বলিউড তারকা অভিনেতা সালমান খান নানা রকম খবরের জন্ম দিচ্ছেন। একই অবস্থা হবে ‘সালমান খানের বিয়ে’ নাটকে।

নাম ভূমিকায় থাকছেন আ খ ম হাসান। ছোটপর্দার সালমান খান তিনি।

নাটকের গল্পে দেখা যাবে, বয়স হয়ে গেছে সালমান খানের। কিন্তু বিয়ে হচ্ছে না। পাত্রী দেখে আসার পর বিয়েটা ভেঙে যায়। এ নিয়ে বেজায় অভিমান সালমানের। সিদ্ধান্ত নেয় নিজের বিয়ে এবার নিজেই করবে। বিয়ের পর শুরু হয় মজার ঘটনা।

নাটকটি সম্পর্কে আ খ ম হাসান বলেন, ‘আমার অন্যান্য নাটকের মতো এখানেও হাসির উপাদান রাখা হয়েছে। নাটকের শিরোনাম দেখেই সেটা অনুমান করা সম্ভব। আমার বিশ্বাস সবার মনে থাকবে চরিত্রটি। ’

'সালমান খানের বিয়ে' নামে ধারাবাহিক নাটক নির্মাণ করছেন পরিচালক প্রজ্ঞা নীহারিকা। নাটকটির গল্প ও চিত্রনাট্য তিনি নিজেই লিখেছেন। আ খ ম হাসানের পাশাপাশি আছেন ফারহানা মিলি, আরফান আহমেদ, ফারুক আহমেদ, কাজী উজ্জল, সীমানা প্রমুখ। এরই মধ্যে শুরু হয়েছে দৃশ্যধারণও। নাটকটি কোন চ্যানেলে প্রচার হবে তা এখনও চূড়ান্ত হয়নি।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, মার্চ ১৯, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।