ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সাবা ও মুরাদ পারভেজের ঘর ভাঙলো

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৭ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
সাবা ও মুরাদ পারভেজের ঘর ভাঙলো মুরাদ পারভেজ ও সোহানা সাবা /ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অভিনেত্রী সোহানা সাবা ও পরিচালক মুরাদ পারভেজের বিয়ে বিচ্ছেদ হচ্ছে। এখন শুধু আনুষ্ঠানিকতাটাই বাকি।

নিজেদের মধ্যে কিছু মতের অমিল হওয়ায় গত বছরের ২৭ সেপ্টেম্বর থেকে তারা আলাদাভাবে থাকছেন।

সাবা ও মুরাদ বোঝাপড়া করে ঠিক করেছেন এক ছাদের নিচে আর থাকবেন না। তাই আইনি পদক্ষেপ নিয়েছেন তারা। এই প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে।

সাবা ও মুরাদ বিয়ে করেছিলেন ভালোবেসে। তখন তাদের প্রেমের বয়স ছিলো মাত্র তিন মাস। ততোদিনে ছোটপর্দার পাশাপাশি দুটি ছবিতে অভিনয় করে ফেলেছেন সাবা। আর মুরাদ পরিচিতি পেয়েছিলেন ধারাবাহিক নাটক 'দৌড়'-এর পরিচালক হিসেবে।

সাবা বাংলানিউজকে বললেন, 'অনেক অল্প বয়সে মা-বাবার ইচ্ছের বিরদ্ধে গিয়ে তাকে বিয়ে করেছিলাম। খুব সুন্দর অনেকগুলো বছর কেটেছে। আমাদের একমাত্র পুত্রসন্তান স্বরবর্ণকে নিয়ে স্বপ্নের মতো কিছু বছর পার করেছি। ' যোগ করে তিনি আরও বলেন, 'মুরাদ আমার সবচেয়ে পছন্দের পরিচালক। সত্যি কথা বলতে ও-ই আমার সবচেয়ে বড় বন্ধু, প্রিয় বন্ধু। '

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।