ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আমিশার বিরুদ্ধে মামলা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আমিশার বিরুদ্ধে মামলা আমিশা প্যাটেল

নাচবেন বলে অাগাম সম্মানী নিয়েও স্কুলের বার্ষিক অনুষ্ঠানে না আসায় মামলার গ্যাড়াকলে পড়লেন বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল। উত্তর প্রদেশে বারানসির চৌবেপুরে স্থানীয় আদালতে গত ৮ মার্চ তার দুই ম্যানেজার কুনাল কুমার, অনিল জৈন এবং ব্যক্তিগত নিরাপত্তা রক্ষী শরিফের বিরুদ্ধেও মামলা দায়ের করা হয়।

খবর হিন্দুস্তান টাইমসের।

মামলাকারী দালিমস সানবিম স্কুলের পরিচালক তরুণ রুপানির দাবি, ২০১৫ সালের ১৮ ডিসেম্বর স্কুল কর্তৃপক্ষ আমিশাকে বার্ষিক অনুষ্ঠানে আসার আমন্ত্রণ জানায়। তার ম্যানেজার ও নিরাপত্তারক্ষীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছিলেন তারা। ৩৯ বছর বয়সী এই অভিনেত্রীর অ্যাকাউন্টে দুই ভাগে তিন লাখ রুপি জমা দেওয়া হয়।

এ ছাড়া আমিশাসহ তার ম্যানেজার ও নিরাপত্তা রক্ষীর জন্য উড়োজাহাজে চড়ে যাওয়া-আসার রিটার্ন টিকিট বুকিং করা হয়েছিলো। তারা কোথায় থাকবেন তা-ও নিশ্চিত করা হয়। কিন্তু শেষ পর্যন্ত আমিশা এলেন না। ম্যানেজাররাও স্কুল কর্তৃপক্ষের ফোন ধরা বন্ধ করে দিলেন।  

ততোদিনে আমিশার আসার ব্যাপারটি ঢাকঢোল পিটিয়ে জানিয়ে দেওয়া হয়েছিলো। অনেক প্রচারণাও চালানো হয়। তাকে দেখার জন্য অসংখ্য মানুষের ভিড় জমেছিলো অনুষ্ঠানে। কিন্তু তিনি না আসায় স্কুল কর্তৃপক্ষের মাথা হেট হয়ে গেছে। আদালত স্কুলটির এসব অভিযোগ গ্রহণ করেছেন। আগামী ৭ এপ্রিল এর শুনানি হবে।

বাংলাদেশ সময়: ১০৩০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।