ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আনুশকার প্রশংসায় সালমান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
আনুশকার প্রশংসায় সালমান সালমান খান ও আনুশকা শর্মা

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ভূয়সী প্রশংসা করলেন সুপারস্টার সালমান খান। আলি আব্বাস জাফর পরিচালিত ‘সুলতান’-এ কাজ করছেন তারা।

এবারই প্রথম পর্দা ভাগাভাগি করতে দেখা যাবে তাদেরকে।

নিজের হাঁটুর বয়সী অভিনেত্রী আনুশকার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা জানাতে গিয়ে সল্লু বলেন, ‘ও (আনুশকা) ভালো। প্রতিভাবান মানুষের সঙ্গে কাজ করতে বরাবরই ভালো লাগে। ছবিতে অনেক কঠিন কাজ রয়েছে...বিশেষ করে এখনকার সময়টাতে। ’

‌যশরাজ ফিল্মস প্রযোজিত ‘সুলতান’-এ সালমানকে দেখা যাবে হরিয়ানার একজন কুস্তিগীরের ভূমিকায়। এজন্য ওজন বাড়িয়েছেন তিনি। এমনকি ২৭ বছর বয়সী আনুশকাকেও কুস্তিগীর চরিত্রের জন্য কঠোর প্রশিক্ষণ নিতে হয়েছে ছয় সপ্তাহ। ছবিটি মুক্তি পাবে আগামী ৮ জুলাই।

‘সুলতান’-এর দৃশ্যধারণ প্রসঙ্গে ৫০ বছর বয়সী সালমান বললেন, ‘প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। এটা আমার সবচেয়ে কঠিন ছবিগুলোর একটি। ’

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।