ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

১০ দিনের বৈশাখী সংগীত মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
১০ দিনের বৈশাখী সংগীত মেলা

দেশীয় সংগীতের বিশাল আয়োজন নিয়ে শুরু হচ্ছে ‘বৈশাখী সংগীত মেলা-২০১৬’। ১০ দিনের এই সুরের মেলায় থাকবে ১০ জন গুণী শিল্পীকে সম্মাননা প্রদান।

এর আয়োজন করেছে সম্মিলিত সংগীত শিল্পী সোসাইটি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে আগামী ১০ এপ্রিল থেকে শুরু হবে মেলার প্রথম পর্ব। ১২ এপ্রিল পর্যন্ত মেলা হয়ে থাকবে পাঁচ দিনের বিরতি। সংগীতের এই মিলনমেলা আবার শুরু হবে ১৮ এপ্রিল থেকে। চলবে টানা ২৪ এপ্রিল পর্যন্ত।

মেলায় থাকবে অ্যালবাম প্রকাশনা, প্রতিদিন জ্যামিং, মিউজিক ফান, গিটার, ড্রাম, কিবোর্ড এবং ভয়েস বিষয়ক কর্মশালা, সংগীতের বিভিন্ন বিষয় নিয়ে থাকবে সেমিনার, গুণী শিল্পীদের ভিডিওচিত্র, বাংলা গানের ইতিহাস নিয়ে টাইমলাইন বোর্ড। প্রতিদিন বিকেল ৩টা থেকে থাকছে সংগীতানুষ্ঠান। এ আয়োজন সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময় : ১৪৫৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।