ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

প্রেমের গুঞ্জন অদিতির কাছে বিনোদন!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
প্রেমের গুঞ্জন অদিতির কাছে বিনোদন!

বলিউড তারকা ফারহান আখতারের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে বেশ কিছুদিন ধরে সংবাদমাধ্যমে আলোচিত অভিনেত্রী অদিতি রাও হায়দারি। এ কারণে নতুন হিসেবে শুরুতে চাপ অনুভব করছিলেন।

তবে এখন গা সওয়া হয়ে গেছে!

ব্যাপারটা নাকি এখন অদিতির কাছে ইন্টারেস্টিং! এখন এসব শুনলে বরং তিনি হাসেন, মজা পান। অভিনেত্রীর আগে তিনি একজন নারী। তাই সংবাদমাধ্যমে ছড়ানো গুজবে নেতিবাচক প্রভাব পড়া স্বাভাবিক। এতে তার প্রতিক্রিয়া কেমন হয় জানতে চেয়েছিলো বার্তা সংস্থা আইএনএস। ২৯ বছর বয়সী এই তারকা বলেছেন, ‘এটা আমাদের কাজেরই অংশ। এমন সময় গেছে যখন পাঁচ মিনিট অতিষ্ঠ হতাম। এরপর আমরা হেসে আবার কাজে ফিরেছি। এখন অভ্যস্ত হয়ে গেছি। এসবে আমি বিনোদন খুঁজে পাই!’

কিছুদিন আগে পারস্পরিক আলোচনা ও আপসের ভিত্তিতে প্রাক্তন স্ত্রী অধুনা ভবানির সঙ্গে ১৫ বছরের সংসারের ইতি টেনেছেন ‘রক অন’ তারকা ফারহান। তাদের বিচ্ছেদের জন্য সন্দেহের তীর ছিলো অদিতির দিকে। ‘ওয়াজির’ ছবিতে অভিনয় করেছেন তারা।

আমাজন ইন্ডিয়া ফ্যাশন উইকে ডিজাইনার শ্রুতি সাঞ্চেতির জন্য ক্যাটওয়াক করার পর অদিতি বলেন, ‘মাঝে মধ্যে প্রকাশিত খবরে আমাদের জীবনটা অনেক রোমাঞ্চকর মনে করা হয়। কারণ আমরা টানা কাজ করি। ঘুমাই না। এখানে সেখানে ছুটে বেড়াই। সংবাদকর্মীদের জীবনটা বরং উত্তেজনাকর। ’

বলিউডে অদিতির বয়স পাঁচ বছর। তিনি বলেছেন, ‘শুরুতে নতুন বলে চাপে নুয়ে পড়তাম। চলচ্চিত্র দুনিয়া থেকে আসিনি আমি। এখানে বেড়ে উঠিনি। তবে এখন আমি খুশি। উদ্যমী হলে খুশি থাকা ও আলাদা হওয়া যায়। আমি যা সেজন্য মানুষ ভালোবাসলে ঠিক আছে। কিন্তু যা হতে চাচ্ছি সেজন্য যদি কেউ ভালোবাসে তাহলে তা সঠিক নয়। ’

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।