ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সোনারগাঁওয়ে পারিবারিক কবরস্থানে দিতির দাফনের প্রস্তুতি সম্পন্ন

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
সোনারগাঁওয়ে পারিবারিক কবরস্থানে দিতির দাফনের প্রস্তুতি সম্পন্ন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ থেকে‍ঃ মস্তিষ্কে ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জনপ্রিয় অভিনেত্রী পারভীন সুলতানা দিতিকে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাড়ির পাশে পারিবারিক কবরস্থানেই দাফন করা হবে। জোহর নামাজের আগেই দিতির মরদেহ নিজ বাসভবনে আনা হয়েছে।



দিতির বড় ভাই মনির হোসেন জানান, সোমবার (২১ মার্চ) বাদ জোহর স্থানীয় মসজিদের মাঠে নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। পারিবারিকভাবেই এটা সিদ্ধান্ত হয়েছে।

এর আগে রোববার বিকেল ৪টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পারভীন সুলতানা দিতি।

জানা গেছে, সোনারগাঁয়ের দত্তপাড়া গ্রামের মৃত আবুল খলিফার চার ছেলে ও তিন মেয়ের মধ্যে তৃতীয় হলেন দিতি। দিতি ছোট বেলা থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন। আশির দশকে বাংলা চলচ্চিত্রে পা রাখেন দিতি।

দিতি ছাড়াও তার বড় ভাই মনির হোসেন ও পারভেজ দু’জনই গান গাইতেন। ছোট বোন নাসরিন একসময় মডেলিং করতেন। আরেক ভাই আনোয়ার ছবি আঁকার সঙ্গে জড়িত।

১৯৭৪ সালে দিতি প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে ভর্তি হন সোনারগাঁওয়ের ঐতিহ্যবাহী বিদ্যাপিঠ সোনারগাঁও জিআর ইনস্টিটিউশনে। এখানে পড়াশোনার পাশাপাশি দিতি নিয়মিত গান গাইতেন। মূলত গায়িকা হিসেবেই স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে তার পরিচিতি ঘটে।

১৯৭৯ সালে সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন থেকে এসএসসি পাশের পর দিতি পড়াশোনার সুবাদে চলে যান ঢাকায়। সেখানে তিনি বাংলাদেশ টেলিভিশনে গান গাওয়ার পাশাপাশি অভিনয়ে জড়িয়ে পড়েন। একসময় নায়িকা হিসেবে শক্ত অবস্থান দখল করেন বাংলা চলচ্চিত্রে। একের পর এক ব্যবসাসফল ছবির মাধ্যমে দিতি জয় করে নেন দর্শক হৃদয়। সর্বশেষ টিভি নাটকেই বেশি নিয়মিত ছিলেন তিনি।

বাংলাদেশ সময়:  ১২১৫ মার্চ ২১,২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।