ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

প্রীতির বিয়ে পরবর্তী জীবন যেমন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
প্রীতির বিয়ে পরবর্তী জীবন যেমন স্বামী জেনে গুডএনাফের সঙ্গে প্রীতি জিনতা

বেশ ফুরফুরে আছেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় উদযাপন করেছেন আবীর মেখে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে স্বামী জেনে গুডএনাফকে নিয়ে হৈহুল্লোড়ে মেতেছিলেন তিনি।

সেসব মুহূর্তের ছবি টুইটারে পোস্ট করেছেন প্রীতি। বিয়ের পর স্বামীর সঙ্গে এবারই প্রথম দেখা গেলো তাকে। গত ২৯ ফেব্রুয়ারি লস অ্যাঞ্জেলসেই বিয়ে তারা। কিন্তু বিয়ের ছবি মহৎ উদ্দেশে ব্যবহারের জন্য রেখেছেন দু’জনে।

ক্রিকেট পাগল প্রীতি আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাব দলের অন্যতম মালিক। তাই ভারতের জয়ে হোলির আগেই রঙ খেলায় তার মেতে ওঠাটা স্বাভাবিকই। তাদের সঙ্গে ছিলেন কয়েকজন বন্ধু।

প্রীতির শেয়ার করা আরেকটি ছবিতে তার হাতে চূড়া দেখা গেছে। বিয়ের পর কয়েক সপ্তাহ নববধূরা এটি পরে থাকে। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘বিয়েতে নতুন ব্যাপার হলো কয়েকটা দিন চূড়া পরে থাকা। ’

দেড় বছর মন দেওয়া-নেওয়ার পর বিয়ের বন্ধনে জড়িয়েছেন প্রীতি ও জেনে। রোববার (২০ মার্চ) ভক্তদের প্রশ্নের উত্তরে স্বামীকে নিয়ে ৪১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘আমার স্বামীর বয়সও ৪১ বছর। ছয় ফুট এক ইঞ্চির মানুষটা সারাদিন কাজে ডুবে থাকে। ’

প্রীতি কি শ্বশুরবাড়িতে স্থায়ী হবেন? এর উত্তরে তিনি চটপট বলেছেন, ‘মাথা খারাপ! দেশ ছেড়ে অন্য কোথাও থাকার কথা ভাবতেই পারি না। বছরের ছয় মাস ভারতে, ছয় মাস আমেরিকায়, এভাবে থাকবো। ’

আর মধুচন্দ্রিমা? মজা করে প্রীতি জানিয়েছেন, মধুচন্দ্রিমায় যাওয়ার আগে টেলিগ্রাম করে সবাইকে জানিয়ে দেবেন! আর স্বামীর পদবী যুক্ত করে নিজের নাম পরিবর্তনের কোনো ইচ্ছা নেই তার।

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, মার্চ ২১, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।