ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘এই পিচ্চি, শুধু মা লিখে রাখ’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
‘এই পিচ্চি, শুধু মা লিখে রাখ’ পারভীন সুলতানা দিতি ও পরীমনি

সদ্য প্রয়াত অভিনেত্রী দিতির ‘ধুমকেতু’ ছবিটি এখনও নির্মাণাধীন আছে। এতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন পরীমনি।

গল্পে দিতির মেয়ের ভূমিকায় দেখা যাবে তাকে। মজার বিষয় হলো, বাস্তবেও তাকে মা ডাকতেন তিনি। এ কারণে মায়ের মৃত্যুতে বিমর্ষ হয়ে পড়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।

ফেসবুকে পরীমনি জানান, দিতির মৃত্যু মেনে নিতে পারছেন না তিনি। তার ভাষ্য, ‘তুমি আছো মা। তুমি যে অমর। তোমার মৃত্যু নেই। সেই ‘ধুমকেতু’ ছবিতে তোমাকে মা হিসেবে পেয়েছি। যেদিন ক্যামেরার সামনে তোমাকে আমি মা বলে ডেকেছিলাম সেদিন থেকে তুমি আমার মায়ের জায়গায় আছো। তোমাকে মা ডাকলে অনেক শান্তি লাগতো আমার। ’

দিতির মোবাইল নাম্বার সেভ করার সময়ের একটি ঘটনার কথাও ভাগাভাগি করেছেন পরীমনি। তিনি লিখেছেন, “মনে পড়ে, আমি তোমার মোবাইল নাম্বার সেভ করার সময় তুমি বলেছিলে, ‘এই পিচ্চি শুধু মা লিখে রাখ। কোনো নাম-টাম লিখবি না। ’ আসি হেসে হেসে বলেছিলাম, তুমি বলার আগেই তো লিখে ফেলেছি। ”

শফিক হাসান পরিচালিত ‘ধুমকেতু’ মুক্তি পাবে চলতি বছর। এতে আরও অভিনয় করেছেন তানহা তাসনিয়া।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।