ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আরবাজ-মালাইকার নৈশভোজ, ঘটনা কী?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
আরবাজ-মালাইকার নৈশভোজ, ঘটনা কী? আরবাজ খান ও মালাইকা অরোরা খান

বেশ কিছুদিন ধরেই বলিউডের তারকা দম্পতি আরবাজ খান ও মালাইকা অরোরার ছাড়াছাড়ি নিয়ে বিস্তর লেখালেখি হচ্ছে। তাদের বিয়ে বিচ্ছেদ নিয়ে নানান জল্পনা চলছে।

তবে সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রার একটি রেস্তোরাঁয় একসঙ্গে দেখা গেছে দু’জনকে।

প্রথমে আরবাজ তার পুত্রসন্তান আরহানকে নিয়ে ওই অনুষ্ঠানে উপস্থিত হন। এরপর ৪২ বছর বয়সী মালাইকাকে এসেই সোজা চলে যান তার মা জয়েস পলিকার্প, বোন অমৃতা অরোরা খান ও বোনের স্বামী শাকিল লাদাকের কাছে।

ঘণ্টাখানেক অন্য অতিথিদের সঙ্গে আড্ডার পর আরবাজ-মালাইকা কুশল বিনিময় করেন। তাদের সঙ্গে ছিলেন পরিচালক দম্পতি আর. বালকি ও গৌরি শিন্ডে। তারপর একসঙ্গে নৈশভোজে অংশ নেন তারা।

তবে বের হওয়ার সময় পাপারাজ্জিদের এড়াতে নিজেদের আড়াল রাখার চেষ্টা করে স্থান ত্যাগ করেন দু’জনই। অনুষ্ঠানে তারা চোখে চোখ রেখে কথা বলেছেন কি-না তা নিয়ে মুখরোচক কথা ছড়াচ্ছে এখন।

বাংলাদেশ সময়: ১১১০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।