ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

যুদ্ধশিশুদের নিয়ে প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৭ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
যুদ্ধশিশুদের নিয়ে প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’

মুক্তিযুদ্ধের অনেক অজানা কাহিনীর সঙ্গে চাপা পড়ে আছে যুদ্ধশিশুদের ইতিহাস। সেই অজানা অধ্যায় উন্মোচনের লক্ষ্যে একাত্তর টেলিভিশন ও মুক্তিযুদ্ধ জাদুঘর যৌথভাবে প্রযোজনা করেছে প্রামাণ্যচিত্র ‘জন্মসাথী’।



শবনম ফেরদৌসী নির্মিত দেড় ঘণ্টা ব্যাপ্তির প্রামাণ্যচিত্রটির প্রিমিয়ার শোর আয়োজন করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) সন্ধ্যা ৭টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে এই প্রদর্শনীতে উদ্ধোধন করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

অনুষ্ঠানে থাকবেন প্রামাণ্যচিত্রটির দুই উদ্যোক্তা একাত্তর টেলিভিশনের সম্পাদক এবং প্রধান নির্বাহী সামিয়া জামান ও মুক্তিযুদ্ধ জাদুঘরের সদস্য সচিব ও ট্রাস্টি তারিক আলী।

বাংলাদেশ সময় : ১০৪৯ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।