ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

অ্যাডেলের ব্যক্তিগত ছবি চুরি করলো হ্যাকাররা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩১ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
অ্যাডেলের ব্যক্তিগত ছবি চুরি করলো হ্যাকাররা

রেগে আগুন হয়ে আছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল! তার বেশকিছু ব্যক্তিগত ছবি চুরি করে অনলাইনে ছেড়ে দিয়েছে হ্যাকাররা। সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এখন ছবিগুলো ছড়াচ্ছে।

খবর ডেইলি টেলিগ্রাফের।  

এর মধ্যে আছে সন্তানসম্ভবা থাকার পাঁচ মাস চলাকালীন আল্ট্রাসাউন্ড স্ক্যানের ছবি, অন্তৎসত্ত্বা থাকাকালে তোলা একটি সেলফি, জন্মের পর কম্বলে জড়ানো অবস্থায় পুত্রসন্তান অ্যাঞ্জেলোর তোলা একটি ছবি। এখন তার বয়স তিন বছর।

অ্যাডেলের শৈশবের একটি ছবিও চুরি হয়েছে। সাম্প্রতিক সময়ে বিছানায় তোলা একটি ছবিও আছে তালিকায়। এতে শ্যাম্পেন বোতল ও একটি সিগারেট নিয়ে বিছানায় শুয়ে আছেন ২৭ বছর বয়সী এই গায়িকা।

নিজের পরিবারের ব্যাপারে অ্যাডেল ভীষণ সংরক্ষণশীল। এ কারণে ব্যক্তিগত ছবিগুলো ফাঁস হয়ে যাওয়ায় হতাশ তিনি। কিছুদিন আগে তার প্রেমিক সিমন কোনেকির ইমেইলও হ্যাক হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, মার্চ ২২, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।