ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ব্যাটম্যান বনাম সুপারম্যান, কে দেবে গোল!

জনি হক, স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
ব্যাটম্যান বনাম সুপারম্যান, কে দেবে গোল!

কে বেশি জনপ্রিয়? ব্যাটম্যান নাকি সুপারম্যান? ডিসি কমিকসের সবচেয়ে জনপ্রিয় যোদ্ধা কে? আমেরিকার মূলধারার কমিক-বুক শিল্পের বিখ্যাত দুই অনন্য চরিত্র সুপারম্যান ও ব্যাটম্যান সেই ত্রিশের দশক থেকে এখনও রাজত্ব করছে। প্রথমবারের মতো বড় পর্দায় একসঙ্গে হাজির হচ্ছে তারা।

তা-ও একে অপরের প্রতিপক্ষ হিসেবে!

এ দুই হেভিওয়েটের লড়াই দেখতে উন্মুখ হয়ে আছে বিশ্বের অগণিত দর্শক। সেই অপেক্ষার প্রহর শেষ হচ্ছে শুক্রবার (২৫ মার্চ)। এদিন মুক্তি পাবে ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’। এ ছবির মাধ্যমে যুদ্ধজয়ের মিশন নিয়ে বড় পর্দায় আসছে দুনিয়া কাঁপানো দুই সুপারহিরো।

সুপারহিরোদের মধ্যে ব্যাটম্যানের মধ্যে তেমন কোনো সুপার পাওয়ার নেই! সে হলো খেটে খাওয়া সুপারহিরো। সুতরাং তার চেয়ে সুপারম্যান নিঃসন্দেহে শক্তিশালী। কিন্তু ব্যাটম্যানকে ফেলে দিলে চলবে না। সুপারম্যানের মতো লৌহমানবকেও জবাব দিতে সক্ষম সে। ব্যাটম্যান বনাম সুপারম্যান যুদ্ধে কে জয়ী হবেন?

জ্যাক স্নাইডার পরিচালিত ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান: ডন অব জাস্টিস’ নামের ছবিটি শুক্রবার আন্তর্জাতিকভাবে মুক্তির দিনে যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও মুক্তি পাবে। দেশের দর্শকদের জন্য এ সুযোগটি করে দিচ্ছে স্টার সিনেপ্লে•।

নতুন ছবিটি হলো সুপারম্যানকে নিয়ে নির্মিত ‘ম্যান অব স্টিল’ ছবির নতুন কিস্তি। অথচ সব আলো কেড়ে নিয়েছে ব্যাটম্যান! এর অন্যতম কারণ এবারই প্রথম এ পোশাক গায়ে জড়িয়েছেন বেন অ্যাফ্লেক। তাকে এ চরিত্রে দেখতে মুখিয়ে আছেন আগের ব্যাটম্যান ক্রিশ্চিয়ান বেল। ক্রিস্টোফার নোলানের ‘ডার্ক নাইট’ ট্রিলজিতে (ব্যাটম্যান বিগিন্স, দ্য ডার্ক নাইট, দ্য ডার্ক নাইট রাইজেস) এ চরিত্রে দেখা গেছে তাকে। ৪২ বছর বয়সী এই তারকার মতে, ‘প্রত্যেকেই স্ব স্ব উপাদান যুক্ত করেছে এতে। বেনও নিশ্চয়ই করেছেন। ট্রেলার দারুণ লেগেছে। এখন দেখার অপেক্ষায় আছি ছবিটি। ’

বেলের মতো আরেক ব্যাটম্যান জর্জ ক্লুনির কাছ থেকে মজার টিপস পেয়েছেন অ্যাফ্লেক। ১৯৯৭ সালে ‘ব্যাটম্যান অ্যান্ড রবিন’ ছবিতে ক্লুনি ছিলেন। পুত্রসন্তানের জন্মদিনে ব্যাটম্যানের পোশাক গায়ে জড়িয়েছেন তাকে চমকে দিয়েছেন বেন। ছবিটির জন্য পিঠে বিশাল উল্কি করিয়েছেন ৪৩ বছর বয়সী এই অভিনেতা। তবে তা নকল!

‘ম্যান অব স্টিল’ ছবির পর এতে আবার সুপারম্যান চরিত্রে অভিনয় করেছেন ব্রিটিশ অভিনেতা হেনরি ক্যাভিল। ওয়ান্ডার ওম্যান হিসেবে আছেন ইসরায়েলি অভিনেত্রী গল গ্যাডোট। এ ছাড়াও অভিনয় করেছেন জেসি আইজেনবার্গ, অ্যামি অ্যাডামস, ডায়েন লেন, লরেন্স ফিশবার্ন, জেরেমি আয়রন্স, হলি হান্টার।

ছবিটির সবচেয়ে বড় চমক হলো সুপারম্যান, ব্যাটম্যান, ওয়ান্ডার ওম্যানের মতো কমিক চরিত্রগুলো দেখা যাবে একসঙ্গে। ছবির প্রতিটি দৃশ্যে আছে চমক। এ ছবির নির্মাণ ব্যয় ২৫ কোটি ডলার।

সুপারম্যানের বড় ধরনের উত্থান-পতনের গল্প এটি। একই সঙ্গে পৃথিবীর কিছু মানুষ তাকে ভক্তি করছে, আবার কিছু মানুষ তাকে ঘৃণা করছে। চিরায়ত ভালো-মন্দের বিরোধের মাঝে পড়ে যায় সুপারম্যান।   ট্রেলারে দেখা যায় বিচারের মুখোমুখি সুপারম্যান। সেখানে বলা হয়, ‘টুডে ইজ অ্যা ডে ফর ট্রুথ। ’ সত্যিটা কী? সত্যি হলো, এ পৃথিবীতে এলিয়েন সুপারহিরোর দরকার নেই। কারণ তার শক্তি বিপজ্জনক।

নতুন সংযোজন হিসেবে পাওয়া যাবে ওয়ান্ডার উইম্যানকে। আমাজনের নারী যোদ্ধাদের মতো পোশাকে তাকে বেশ মারকুটে ভ‚মিকায় দেখা যাবে। প্রশ্ন হলো তিনি কার পক্ষে, ব্যাটম্যান না সুপারম্যানের? সেটাই দেখার বিষয়। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে রেডিও সিটি মিউজিক হলে এ ছবির প্রিমিয়ারে প্রথম সারির তারকাদের যারপরনাই কৌতূহল দেখা গেছে।

এ ছবিতে উঠে এসেছে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক ইতিহাসের ছায়াও। বন্যার দৃশ্য মনে করিয়ে দেয় হারিকেন ক্যাটরিনা পরবর্তী সময়, রকেটের বিস্ফোরণ মনে করিয়ে দেয় মহাকাশযান চ্যালেঞ্জারকে। আর টুইন টাওয়ারের ধ্বংসযজ্ঞ মনে করিয়ে দেয় ৯/১১- কে। সব মিলিয়ে পরিচালক জ্যাক স্নাইডার বাস্তব-অবাস্তবের মিশেলে অসাধারণ অনুভূতি তৈরির চেষ্টা করেছেন।

সুপারম্যানের প্রকৃত নাম কাল-এল, ব্যাটম্যানের নাম ব্রুস ওয়েইন। সুুপারম্যান  ৬ ফুট ৩ ইঞ্চি আর ব্যাটম্যানের উচ্চতা ৬ ফুট ২ ইঞ্চি। সুুপারম্যানের ওজন ২৩৫ পাউন্ড, ব্যাটম্যানের ২১০ পাউন্ড। সুুপারম্যানের বুকজুড়ে লেখা থাকে ইংরেজি ‘এস’ বর্ণটি। আর গোথাম শহরে মধ্যরাতের আকাশে প্রজেক্টরে ব্যাটম্যানের ব্যাট-সিগন্যাল দেখতে মুগ্ধকর। সুুপারম্যান হলো সাংবাদিক ক্লার্ক কেন্ট আর ব্যাটম্যান ধনকুবের প্লেবয় ব্রুস ওয়েইন।

বাংলাদেশ সময় : ১১৫৯ ঘণ্টা, মার্চ ২৩, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।