ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ক্ষুদিরাম এবার বোকাবাক্সে

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
ক্ষুদিরাম এবার বোকাবাক্সে ‘একাত্তরের ক্ষুদিরাম’-ছবির দৃশ্য

বিজয়ের মাসে দেশজুড়ে মুক্তি পেয়েছিলো ছবিটি। সেটা দুই বছর আগের কথা।

এবার স্বাধীনতা দিবস উপলক্ষে টিভিতে প্রচার হবে মুক্তিযুদ্ধভিত্তিক শিশুতোষ ছবি ‘একাত্তরের ক্ষুদিরাম’।

নির্মাতা মান্নান হীরা জানান, আগামী ২৫ মার্চ দুপুর ২টা ৪০ মিনিটে চ্যানেল আইতে ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে ‘একাত্তরের ক্ষুদিরাম’-এর। সরকারি অনুদানের ছবিটিতে অভিনয় করেছেন কয়েকজন শিশুশিল্পী। পাশাপাশি আছেন আলোচিত অভিনয়শিল্পীরাও।

ছবিটির গল্প সম্পর্কে নির্মাতা আগেই বলেছিলেন, ‘মুক্তিযুদ্ধে যে নানা ধরনের এবং নানা বয়সের মানুষের অংশগ্রহণ ছিলো এরই প্রতিফলন দেখা যাবে ছবিতে। এটা গল্পের মধ্যে নাটক আবার নাটকের মধ্যে গল্প। ’

ছবিটিতে দেখা যায়,  বৃটিশ উপনিবেশিক শাসনের বিরুদ্ধে লড়াই করে ফাঁসির দড়ি গলায় পরা শহীদ ক্ষুদিরামের নাটক দেখে অনুপ্রাণিত হয় কয়েকজন কিশোর-কিশোরী। মফস্বল শহরে থাকা কিশোর-কিশোরীরা মুক্তিযুদ্ধে জড়িয়ে পড়ে। ক্ষুদিরামের মতোই বোমার আঘাতে নিশ্চিহ্ন করে পাকিস্তানি সেনানায়কের গাড়িবহর।

‘একাত্তরের ক্ষুদিরাম’-এর কেন্দ্রীয় চরিত্র আলালের ভূমিকায় অভিনয় করেছেন স্বচ্ছ, খোকন ব্যানার্জীর চরিত্রে ফজলুর রহমান বাবু, প্রধান শিক্ষকের চরিত্রে মামুনুর রশীদ ও স্বচ্ছর মায়ের চরিত্রে আছেন মোমেনা চৌধুরী। অন্য শিল্পীরা হলেন ড. ইনামুল হক, মোমেনা চৌধুরী, মুন্সী মজনু, চঞ্চল, চিত্র ছবি, ফিরোজ আল মামুন, সাজু প্রমুখ। এতে সংগীত পরিচালনা করেছেন সুজেয় শ্যাম।

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
জেএমএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।