ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

দ্বিগুণ মাপের কাপড়গুলো দান করলেন আমির

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
দ্বিগুণ মাপের কাপড়গুলো দান করলেন আমির আমির খান

‘দঙ্গল’-এর কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন আমির খান। কুস্তিগীর মহাবীর ফোগাতের সত্য জীবনী নিয়ে তৈরি হচ্ছে এটি।

ছবিতে নিজের চরিত্রকে ফুটিয়ে তোলার জন্য কখনও কিছুর কমতি রাখেন না বলিউডের এই সুপারস্টার। ‘দঙ্গল’-এর ক্ষেত্রেও তাই হয়েছে এর জন্য ২৫ কেজি ওজন বাড়িয়ে ৯০ কেজি হয়েছিলেন মিস্টার পারফেকশসিন্ট। এ সময় তাকে অনেক বড় বড় মাপের কাপড় পড়তে হয়েছে।

এবার মহাবীরের তরুণ বয়সের চরিত্রে অভিনয়ের জন্য তাকে আবার ওজন কমাতে হচ্ছে। যার ফলে বড় মাপের কাপড়গুলো তার আর প্রয়োজন নেই। এ কারণে ৫১ বছর বয়সী এই অভিনেতা তার এক্সট্রা লার্জ সাইজের কাপড়গুলো একটি দাবত্যপ্রতিষ্ঠানে দান করে দিয়েছেন।

এ বিষয়ে আমির খানের মুখপাত্র জানান, ‘বলিউডের এই সুপারস্টার ছবির প্রয়োজনে এবার ২৫ কেজি ওজন কমিয়েছেন। এ কারণে বড় মাপের কাপড়গুলো তিনি দান করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ’

নীতিশ তিওয়ারি পরিচালিত ‘দঙ্গল’-এ আমির খানের সহশিল্পী হিসেবে রয়েছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ সাক্ষী তানওয়ার। এতে আরও অভিনয় করেছেন ফাতিমা সানা শেখ ও সানিয়া মালহোত্রা। এটি মুক্তি পাবে আগামী ২৩ ডিসেম্বর।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।