ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

শাবনূর কোথায়?

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
শাবনূর কোথায়? শাবনূর-ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শাবনূরের ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ। এদিকে তার স্বামী অনিক কল রিসিভ করছেন না।

আলোচিত অভিনেত্রী শাবনূর তাহলে  কোথায়?

স্বামী-সন্তান নিয়ে কয়েক মাস ধরে দেশেই অবস্থান করছেন এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। অস্ট্রেলিয়া প্রবাসী এই নায়িকা আবার সেখানে ফিরে গেছেন বলে গুঞ্জন উঠেছে। অনেকে মনে করছেন, তিনি এখন সেখানেই আছেন। কিন্ত জানা গেলো অন্য খবর।

সঠিক তথ্য দিয়েছেন শাবনূরের বাবা শাহজাহান চৌধুরী। বৃহস্পতিবার (২৪ মার্চ) বাংলানিউজকে তিনি জানান, শাবনূর এখন মালয়েশিয়ায়। স্বামী ও একমাত্র সন্তানকে নিয়ে সেখানে ঘুরতে গেছেন তিনি। হাওয়া বদল করার উদ্দেশে ১৫ মার্চ দেশ ছাড়েন শাবনূর। মার্চের শেষে শাবনূরের দেশে ফেরার কথা।

এদিকে শাবনূর দেশে ফেরার পর অচিরেই অস্ট্রেলিয়া পাড়ি জমাতে পারেন। নতুন ছবির কাজ আপাতত শুরু করছেন না জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী এই নায়িকা।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬ৎ
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।