ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সোনাক্ষিকে নিয়ে গর্বিত জন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
সোনাক্ষিকে নিয়ে গর্বিত জন

‘রকি হ্যান্ডসাম’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত জন অ্যাব্রাহাম। ছবিটির এক প্রচারণা অনুষ্ঠানে নিজের পরবর্তী ছবি ‘ফোর্স’-এর দ্বিতীয় কিস্তি ‘ফোর্স টু’ নিয়ে কথা বলেন জন।

সেখানে তিনি জানান, ‘ফোর্স টু’ নিয়ে বেশ উচ্ছ্বসিত তিনি। তার থেকে বেশি আনন্দিত সোনাক্ষি সিনহার মতো একজন সহশিল্পী পেয়ে। বলিউডের এই অভিনেত্রীকে পেয়ে অনেকটা গর্বিত জন।

এ বিষয়ে ৪৩ বছর বয়সী এই অভিনেতা জানান, ‘এখনও পর্যন্ত আমি যাদের সহশিল্পী হিসেবে পেয়েছি তাদের মধ্যে সোনাক্ষি সেরা। আমি বরাবরই অ্যাকশন দৃশ্য পছন্দ করি। কিন্তু ‘ফোর্স টু’-এর জন্য সোনাক্ষি যে অ্যাকশন দৃশ্যটি করেছেন সেটি আমার সবচেয়ে বেশি পছন্দের। এই মেয়েটির মধ্যে কোনো ভয় নেই। ’

তিনি আরও জানান, ‘একটি দৃশ্যে আমাদের দু’জনকে উঁচু থেকে লাফ দিতে হয়েছে। সে সময় আমি সোনাকে (সোনাক্ষির ‍ডাকনাম) জিজ্ঞাসা করলাম, তুমি এটি করতে পারবে। ও আমাকে উত্তর দিলো, আমি নিশ্চিত লাফ দিতে পারবো। ও তৃতীয় ফ্লোর থেকে দ্বিতীয় ফ্লোরে লাফ দিলো। আমি তাকে নিয়ে সত্যিই গর্বিত। ’

‘ফোর্স টু’-এর সম্পর্কে জন জানান, “আমাদের পরিচালক অভিনয় দেও অসাধারণ। এটি খুব দারুণ এটি ছবি। আশা করছি জুলাইয়ের মাঝে সম্পূর্ণ দৃশ্যধারণের কাজ শেষ হয়ে যাবে। এখন ৫০ ভাগ কাজ শেষ হয়ে গেছে। ’ 

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।