ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

অটোরিকশায় চড়ে বাড়ি ফিরলেন সঞ্চয়

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
অটোরিকশায় চড়ে বাড়ি ফিরলেন সঞ্চয় অটোরিকশায় আইনজীবীর সঙ্গে সঞ্জয় দত্ত

কিছুদিন আগে পারিবারিক নৈশভোজে শেষে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরেছিলেন বলিউড সুপারস্টার সালমান খান। এবার অটোরিকশায় চড়ার সেই তালিকায় যুক্ত হলেন সঞ্জয় দত্ত।

এক মাসে আগে প‍ুনের ইয়েরওয়াড়া কারাগার থেকে ৪২ মাস সাজা ভোগ করে মুক্ত হয়েছেন সঞ্জয়। এরপর থেকে বিভিন্ন পার্টি ও অনুষ্ঠানে দেখা গেছে বলিউডের এই জনপ্রিয় অভিনেতাকে।

সম্প্রতি মুম্বাইয়ের বান্দ্রায় স্ত্রী মান্যতা ও একজন আইনজীবীকে নিয়ে একটি জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন সঞ্জয়। সেখানে একসঙ্গে নৈশভোজ করেন সবাই। অনুষ্ঠান শেষ করে অটোরিকশায় চড়ে বাড়ি ফিরেছেন ৫৬ বছর বয়সী এই অভিনেতা। অটোরিকশা চালককে নিজের মন মতো বকশিসও দিয়েছেন ‘মুন্নাভাই’ খ্যাত এই তারকা।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।