ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘ভুবন মাঝি’র সঙ্গে কলকাতায় অপর্না

জান্নাতুল মাওয়া, প্রদায়ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩১ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
‘ভুবন মাঝি’র সঙ্গে কলকাতায় অপর্না অপর্ণা ঘোষ- ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী অপর্ণা ঘোষ এখন চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। কয়েকটি ছবির মাধ্যমে বড়পর্দায় প্রশংসিত হয়েছেন তিনি।

এরই ধারাবাহিকতায় ‘ভুবন মাঝি’ নামে সরকারি অনুদানের ছবিটিতে কাজ করছেন তিনি। দেশে টানা দৃশ্যধারণে অংশ নেওয়ার পর ‘ভুবন মাঝি’র সঙ্গে কলকাতায় গেছেন অপর্ণা।

অপর্ণার ভক্তরা আগেই জেনেছেন যে, ছবিটিতে তার সহশিল্পী ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। কুষ্টিয়ায় অপর্ণার সঙ্গে ছবিটির শুটিংয়ে অংশ নেন তিনি। ২৩ মার্চ থেকে কলকাতায় অপর্ণা যোগ দিয়েছেন কাজে।

ছবিটিতে বাউল ও মুক্তিযোদ্ধার চরিত্রে অভিনয় করছেন পরম। গল্পে দেখা যাবে নহির বাউল তথা পরমব্রতকে মুক্তিযুদ্ধে পাঠাতে উদ্বুদ্ধ করেন সম্ভ্রান্ত এক তরুণী। তার নাম ফরিদা। ফরিদা চরিত্রে রূপদান করছেন অপর্ণা ঘোষ।

ছবিটির মূল চরিত্র কুষ্টিয়ার মানুষ নহির বাউল। তিনি লালনের ভাবাদর্শী। বাউলেরা সাধারণত প্রাণী হত্যা করেন না। কিন্তু দেশের প্রয়োজনে বদলে যান তারা। অহিংসপ্রাণ নহির মাঝির মুক্তিযোদ্ধা হয়ে ওঠার গল্প নিয়েই তৈরি হচ্ছে ‘ভুবন মাঝি’।

‘ভুবন মাঝি’র পরিচালক ফাখরুল আরেফিন জানান, এটি তার প্রথম ছবি। এর মধ্যে ষাট ভাগ কাজ শেষ হয়েছে। বাকি কাজের জন্য ‘ভুবন মাঝি’র টিম এখন পশ্চিমবঙ্গে। পরমব্রত ও অপর্ণার পাশাপাশি ছবিটিতে আরও অভিনয় করছেন মামুনূর রশীদ, সুষমা সরকার, নওশাবা, মাজনুন মিজান, ওয়াকিল প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৪৮ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
জেএমএস/এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।