ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আজাদের পত্রিকা ‘সত্য ডটকম’!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৩ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
আজাদের পত্রিকা ‘সত্য ডটকম’! আজাদ আবুল কালাম

তিনি মনে করেন সত্য দিয়েই বিশ্ব জয় করা সম্ভব। এই বিশ্বাস থেকে প্রকাশ করেছেন অনলাইন পত্রিকা ‘সত্য ডটকম’।

কিন্তু এ পত্রিকায় কেউ বিজ্ঞাপন দেয় না। এ কারণে আটকে যায় সংবাদকর্মীদের বেতন। এক দিন রহস্যজনকভাবে মারা যান  ‘সত্য ডটকম’-এর সম্পাদক লিয়ন চৌধুরী। আর ঠিক এর পরপরই আসে একটি সুখবর। কী সেটা?

এমন গল্প উঠে এসেছে ‘সত্য নাকি টিকটিকি’ নামের একটি নাটকে।   এতে কেন্দ্রীয় চরিত্র ‘সত্য ডটকম’-এর সম্পাদক লিয়ন চৌধুরীর ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। গোলাম রাব্বানীর রচনায় এটি তৈরি করেছেন জয়ন্ত রোজারিও। সম্প্রতি একটি অনলাইন পত্রিকা অফিস ও ঢাকার কয়েকটি স্থানে দৃশ্যধারণ হয়েছে এ নাটকটির।

‘সত্য নাকি টিকটিকি’র অন্য অভিনয়শিল্পীরা হলেন- আঁখি আফরোজ, শাহরিয়ার ফেরদৌস সজীব, সাদিয়া আফরোজ, হিরা চৌধুরী, রিগেন সোহাগ রতন প্রমুখ।

পরিচালক জানান, স্টার সানডে উপলক্ষে নির্মিত হয়েছে নাটকটি। এনটিভিতে নাটকটি প্রচার হবে আগামী ২৭ মার্চ রাত ৯টা ৪০ মিনিটে।
 
বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, মার্চ ২৪, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।