ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘শঙ্খচিল’ ছবিতে সলিল চৌধুরীর মেয়ের গান

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
‘শঙ্খচিল’ ছবিতে সলিল চৌধুরীর মেয়ের গান

‘আবার আসিবো ফিরে, ধানসিঁড়িটির তীরে, এই বাংলায়’- কবি জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতাটি নিয়ে গান তৈরি হয়েছে গৌতম ঘোষ পরিচালিত ‘শঙ্খচিল’ ছবির জন্য। পরিচালকই এর সংগীত পরিচালনা করেছেন।



এটি গেয়েছেন প্রয়াত কিংবদন্তি সংগীতশিল্পী সলিল চৌধুরীর কন্যা অন্তরা চৌধুরী। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ওপার বাংলার কণ্ঠশিল্পী রূপঙ্কর। কলকাতায় ছবিটির গানের অ্যালবাম বাজারে এনেছে আশা অডিও।

অন্তরার সংগীত জীবন শুরু হয় সাত বছর বয়সে। তিনি পড়েছেন বেঙ্গল মিউজিক কলেজে। তার গাওয়া নার্সারি গানগুলো পশ্চিমবঙ্গের শিশুদের মধ্যে খুব জনপ্রিয়। ‘শঙ্খচিল’-এর গল্প রূপসা নামের এক বালিকাকে ঘিরে। তাই অন্তরার কণ্ঠ বেছে নিয়েছেন পরিচালক গৌতম ঘোষ। ‘আবার আসিবো ফিরে’ গানটি অবশ্য লোপামুদ্রা মিত্রর কণ্ঠে বেশি জনপ্রিয়।

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনার ছবিটিতে অভিনয় করেছেন প্রসেনজিৎ চ্যাটার্জি, কুসুম সিকদার, সাঁঝবাতি, দীপঙ্কর দে, মামুনুর রশীদ, নকুল বৈদ, প্রিয়াংশু চ্যাটার্জি, রিয়াজ মাহমুদ, উষসি চক্রবর্তী, অরিন্দম শীল। ‘শঙ্খচিল’ প্রযোজনা করেছেন হাবিবুর রহমান খান ও ফরিদুর রেজা সাগর এবং প্রসেনজিৎ চ্যাটার্জি ও মৌ রায়চৌধুরী।

গত ১৩ মার্চ ইউটিউবে উন্মুক্ত হয় ‘শঙ্খচিল’ ছবির ট্রেলার। এরই মধ্যে এটি ভূয়সী প্রশংসা কুড়িয়েছে। সংলাপ, দৃশ্যের উপস্থাপনা, অভিনয়শিল্পীদের অভিব্যক্তি, নির্মাণশৈলী- সবকিছুই ইতিবাচক সাড়া পেয়েছে।

* ‘আবার আসিবো ফিরে’ গানের ভিডিও :


* ‘শঙ্খচিল’ ছবির ট্রেলার :


বাংলাদেশ সময় : ১১৩২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।