ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

চলছে নিপুনের ছবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
চলছে নিপুনের ছবি

চিত্রনায়িকা নিপুন বিভিন্ন ধরনের চরিত্রে সুনিপুন অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন। বাণিজ্যিক চলচ্চিত্রের পাশাপাশি তিনি নজর কেড়েছেন সাহিত্য নির্ভর ছবিতে।

এর জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও। মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ’৭১-এর মা জননী’-এ অভিনয় করে শুরু থেকেই উচ্ছ্বসিত নিপুন। ২০১৪ সালে মুক্তি পাওয়া তার এই ছবিটি অাবার বড়পর্দায় দেখতে পাবেন দর্শক।

শাহ আলম কিরন পরিচালিত ‘৭১ এর মা জননী’ রাজধানীর দুটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। শুক্রবার (২৫ মার্চ) থেকে ছবিটি দেখা যাচ্ছে বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স ও যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাসে।

নিপুন জানান, স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি অনুদানের ছবিটি আবারও দর্শকের সামনে আসায় তিনি দারুণ খুশি।

ছবিটিতে নিপুনের স্বামীর ভূমিকায় আছেন আগুন। ‘৭১-এর মা জননী’ এখনও যারা দেখেননি তাদেরকে প্রেক্ষাগৃহে এসে ছবিটি উপভোগ করার আহবান জানান।

আনিসুল হকের 'জননী সাহসিনী ১৯৭১' উপন্যাস থেকে নির্মিত ছবিটি গল্পে উঠেছে মুক্তিযুদ্ধ ও তার পরের সময়ের চিত্র। ছবিটিতে তিন রূপে হাজির হয়েছেন নিপুন।

বাংলাদেশ সময়: ১১৪৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসও
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।