ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

জলদস্যুদের সঙ্গে পল ম্যাককার্টনি!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
জলদস্যুদের সঙ্গে পল ম্যাককার্টনি! পল ম্যাককার্টনি ও জনি ডেপ

‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ সিরিজের পঞ্চম কিস্তি ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: ডেড মেন টেল নো টেলস’-এ যুক্ত হচ্ছে বিখ্যাত ব্রিটিশ ব্যান্ড দ্য বিটলসের সদস্য পল ম্যাককার্টনি। গান নয়, পর্দায় একটি দৃশ্যে দেখা যাবে ৭৩ বছর বয়সী এই শিল্পীর অভিনয়।



যদিও ছবিটির কাজ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তবে পরিচালক এস্পেন স্যান্ডবার্গ ও জোয়াকিম রোনিং অতিরিক্ত একটি দৃশ্য রাখার পরিকল্পনা করেছেন। এতেই দেখা যেতে পারে ম্যাককার্টনিকে। ছবির বাইরেও পল ম্যাককার্টনিকে নিয়ে আলাদা কিছু তৈরি করতে চান তারা।

এবারও যথারীতি জলদস্যু ক্যাপ্টেন জ্যাক স্প্যারোর চরিত্রে থাকছেন হলিউড অভিনেতা জনি ডেপ। এ ছাড়া বারবোসার ভূমিকায় জিওফ্রে রাশ আর খলচরিত্র ক্যাপ্টেন সালাজার চরিত্রে অভিনয় করছেন হাভিয়ার বারদেম। এ ছাড়া ফিরছেন অরল্যান্ডো ব্লুম। নতুন যুক্ত হয়েছেন ব্রেন্টন থোয়াইটস ও কায়া স্কডেলারিও। ছবিটি মুক্তি পাবে ২০১৭ সালের ৭ জুলাই।

পল ম্যাককার্টনির আগে ব্রিটিশ সংগীতশিল্পীদের মধ্যে ‘পাইরেটস’ সিরিজে অভিনয় করেন দ্য রোলিং স্টোনস ব্যান্ডের গিটারশিল্পী কিথ রিচার্ডস। ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অ্যাট ওয়ার্ল্ড’স এন্ড’ (২০০৭) ও ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান: অন স্ট্রেঞ্জার টাইডস’-এ (২০১১) স্প্যারোর বাবার চরিত্রে অভিনয় করেন।  

বাংলাদেশ সময়: ১৪০৭ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
বিএসকে/এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।