ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

জন্মদিনে আসিফের অ্যালবাম, সঙ্গে ডলি সায়ন্তনী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
জন্মদিনে আসিফের অ্যালবাম, সঙ্গে ডলি সায়ন্তনী

জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের ৪৫ তম জন্মদিন (২৫ মার্চ) উপলক্ষে আজ প্রকাশ পাচ্ছে একটি নতুন অ্যালবাম। এর নাম ‘প্রজেক্ট ডলি সায়ন্তনী উইথ আসিফ আকবর’।

ছয়টি গান নিয়ে সাজানো অ্যালবামে একক ও দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন ডলি-আসিফ।

অ্যালবামটি প্রকাশ করেছে লেজার ভিশন। প্রতিষ্ঠানটির কর্ণধার একেএম আরিফুর রহমান জানান, সিডি আকারেই প্রকাশ হয়েছে অ্যালবামটি। ২৫ মার্চ সন্ধ্যায় এর প্রকাশনা অনুষ্ঠান হবে মগবাজারে আসিফ আকবরের কার্যালয়ে। এখানে ঘরোয়া আয়োজনে মোড়ক উন্মোচন করা হবে।

‘প্রজেক্ট ডলি সায়ন্তনী উইথ আসিফ আকবর’ অ্যালবামের সব গানের সুর ও সংগীতায়োজন করেছেন কলকাতার সুরকার শ্রী প্রীতম। সব কথাও লিখেছেন তিনি। কিছুদিন আগে অ্যালবামের ‘জ্বলতে দে না’ গানটির অডিও ভার্সন উন্মুক্ত করা হয়েছে ইউটিউবে।   

২৪ মার্চ অ্যালবামটি প্রসঙ্গে নিজের ফেসবুক পাতায় লিখেছেন আসিফ লিখেছেন, ‘চোখের সামনে অ্যালবাম প্রকাশের তিনটি মাধ্যম দেখার সৌভাগ্য হয়েছে। প্রথমত ফিতার ক্যাসেট, পরে সিডি, বর্তমানে অনলাইন মাধ্যম। … ২৫ মার্চ আমার ৪৫তম জন্মদিন। আমার দীর্ঘ দিনের বন্ধু বাংলাদেশের সেরা ভার্সাটাইল সংগীতশিল্পী ডলি সায়ন্তনীর সাথে আমার একটি ডুয়েট স্যুভেনিয়র প্রকাশিত হতে যাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।