ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

স্বাধীনতা দিবসে ৬৪ জেলায় ফেরদৌস ও নিপুন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
স্বাধীনতা দিবসে ৬৪ জেলায় ফেরদৌস ও নিপুন ফেরদৌস ও নিপুন

চলচ্চিত্রের আলোচিত জুটি ফেরদৌস ও নিপুন। তারা বেশ কিছু ছবিতে একসঙ্গে অভিনয় করে খ্যাতি পেয়েছেন।

তেমনই একটি ছবি ‘স্বর্গ থেকে নরক’। সরকারি অনুদানের ছবিটি তৈরি হয়েছে মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা তৈরির উদ্দেশে। গত বছর মুক্তিপ্রাপ্ত ছবিটি ফেরদৌস-নিপুন অভিনীত ছবিটি এবার সরকারি উদ্যোগে একইদিনে দেখবে ৬৪ জেলার দর্শক।

ছবিটি প্রদর্শনের জন্য বেছে নেওয়া হয়েছে স্বাধীনতা দিবসকে (২৬ মার্চ)। ছবির পরিচালক চিকিৎসক অরূপ রতন চৌধুরী এই তথ্য জানান। এদিকে তথ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সহকারী সচিব আখতারুজ্জামান তালুকদার স্বাক্ষরিত একটি চিঠি জেলা ও উপজেলায় পাঠিয়ে ছবিটি প্রদর্শনের ব্যাপারে তাগিদ দেওয়া হয়। চিঠিতে বলা হয়েছে, মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধির জন্য ‘স্বর্গ থেকে নরক’ ছবিটি বানানো হয়েছে। এই ছবিটি দেশের যুব সমাজকে মাদকাসক্ত হওয়া থেকে রক্ষা করতে পারবে। আর তাই ছবিটি দেশের সকল জেলা ও উপজেলায় প্রদর্শন করতে হবে।

ছবির গল্পে দেখা যাবে, নিপুণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে, পেশায় তিনি র‌্যাম্প মডেল। একসময় মাদকে আসক্ত হয়ে পড়েন তিনি। এতে ফেরদৌসও একজন মাদকাসক্ত তরুণ। একসময় দুজনই মুক্তি পেতে চান।

বাংলাদেশ সময়: ১৫০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
টিএস/এসও 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।