ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

তনুর জন্য সোচ্চার তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
তনুর জন্য সোচ্চার তারা (বাঁ থেকে) মেহের আফরোজ শাওন, শামীমা তুষ্টি, প্রসূণ আজাদ, আশনা হাবিব ভাবনা ও শবনম ফারিয়া/ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘মেয়েটি নাট্যকর্মী ছিলো’ কিংবা ‘মেয়েটি ছিলো ইতিহাসের মেধাবী ছাত্রী’। সোহাগী আক্তার তনু এখন কেবলই স্মৃতি।

পৃথিবীর বর্বরতার শিকার হয়ে পরপারে চলে গেলেন তিনি।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এই ছাত্রীর খুনিদের দৃষ্ঠান্তমূলক বিচার দাবিতে মাঠে নেমেছে আপামর জনতা। বসে নেই শোবিজ অঙ্গনের শিল্পীরাও। অন্তর্জাল দুনিয়ার পাশাপাশি প্রতিবাদী তারকারা নামছেন মাঠেও। সবার এক কথা এক দাবি-  ‘তনু হত্যার বিচার চাই। ’ নৃশংস ও বর্বরত এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ফেসবুকে বক্তব্য দিয়েছেন তারা-

মেহের আফরোজ শাওন, অভিনেত্রী ও নির্মাতা
আচ্ছা ওই অমানুষগুলো কি কাল রাতে স্ত্রীকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে…? নিজ কন্যাকে 'মা' ডেকে মুখে তুলে খাইয়ে দিয়েছে..? তনুর শান্ত চোখ দু'টো আমাকে সারারাত এই প্রশ্ন করেছে...।

শিহাব শাহীন, নির্মাতা
আশ্চর্য্য...!! ২ দিন হতে চললো, অথচ চরম দৃষ্টিকটুভাবে দেশের বড় বড় সাহসী পত্রিকা আর টিভি চ্যানেলগুলো একেবারেই নীরব...! মারাত্মক অন্যায় এটি (মিডিয়ার), নৈতিকতার ভয়ানক বিপর্যয়..!!

আবদুন নূর তুষার, মিডিয়া ব্যক্তিত্ব
তনু আপনার মেয়ে, আমার মেয়ে হতে পারতো। তনু আপনার বোন আমার বোন হতে পারতো। তনু কারো মেয়ে, কারো বোন, কারো প্রেমিকা, কারো বন্ধু। তাকে ধর্ষন করে হত্যা করা হয়েছে। মেয়েটি হিজাব করতো। তারপরও সে রেহাই পায়নি। …স্বাধীন দেশেও নারীরা স্বাধীন না…।

বেলাল খান, সংগীতশিল্পী
তনুকে আমরা বাঁচাতে পারিনি। কিন্তু তনুই যেনো হয় এমন পাশবিক নির্মমতার শেষ শিকার। তনুর যন্ত্রণাকাতর আর্তনাদ হোক আমাদের প্রতিবাদী কন্ঠস্বর। না হয় তনুদের সংখ্যা প্রতিনিয়ত বাড়তেই থাকবে। সে তালিকায় হয়তো যুক্ত হবে আমারই প্রিয় সন্তান, বোন কিংবা আপনার…।

প্রসূন আজাদ, অভিনেত্রী
যত দিন পর্যন্ত ধর্ষণের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে না, তত দিন পর্যন্ত নিজেকে বাংলাদেশি পরিচয় দেবো না। এই দেশ ভোটের জন্য নানান রঙে সাজে, তনুর নিরাপত্তা নিশ্চিত করতে পারে না। আমি পাকিস্তান থেকে বাংলাদেশ হবার কোনো তফাৎ দেখি না। বিএনপি, জামায়াত হাবিজাবি আরও যা আছে তারা যদি মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তাহলে তারা আসুক। ক্ষমতায় না এসে নিরাপত্তা দিক... । কই, এমন কিছুতো কখনো দেখি নাই। ক্ষমতার লোভ সবার।

শামীমা তুষ্টি, অভিনেত্রী
২৭ মার্চ বিকেল পাঁচটায় টিএসসিতে আশা করি সবাই আসবেন। তনু হত্যার বিচার চাই। আর কোনো তনুকে আমরা হারাতে চাই না। ফেসবুকে লাইক, কমেন্ট, শেয়ার দিলেই হবে না, মাঠে এসে প্রতিবাদ করুন।

আশনা হাবিব ভাবনা, অভিনেত্রী
কী হবে নিজের ছবি দিয়ে ‘উই ওয়ান্ট জাস্টিস লিখে’! ছেলেরা ছবির নিচে কমেন্ট করবে আপু উই আর লুকিং বিউটিফুল। ইউ আর লুকিং হট, সেক্সি। অ্যাড মি প্লিজ। আর বাজে কমেন্টস তো ফ্রি। কিছুই হয় না। কিছুই হবে না। একটা জুনায়েদ, স্যরি জুনায়েদের ভিডিও নিয়ে মানুষ যে উত্তেজনা দেখালো। কী হবে স্ট্যাটাস দিয়ে। ফেসবুকে নিজের কিছু কমেন্টস আর লাইক বাড়বে। দ্যাটস ইট। আর কিছু হবে না। এই দেশে মেয়ে সন্তান জন্ম নেওয়া পাপ। মেয়েদেরকে মানুষ ভাববে কবে পুরুষরা? মেয়ে মানেই প্রেম করার জিনিস, একটু নক করার জিনিস। মেয়ে ‘একটা জিনিস’ থেকে কবে মুক্তি পাবে?

শবনম ফারিয়া, অভিনেত্রী
…আমি যে দেশে বাস করি সে দেশের প্রধানমন্ত্রী একজন নারী। বিরোধী দুই দলের প্রধানও নারী, কিন্তু আমার রাষ্ট্র আমার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি। আমি মাঝে মাঝে হিজাব পরে মার্কেটে যেতাম, মনে হতো আমি একটু হলেও নিরাপদ। কিন্তু না, গতকাল জানলাম আমি বোরখা পরলেও নিরাপদ না। কারণ নিরাপদ হলে ১৮ বছর বয়সী তনুকে মরতে হতো না। …তো যে মেয়েটা হিজাব পরে সেই মেয়েটার কি দেখে রেপ করে গলা কেটে খুন করা হলো? আজ থেকে আর কোনো মেয়ের পোশাক নিয়ে শঙ্কা/অভিযোগ দেবেন না। আপনার ছেলেকে, ছোট ভাইকে মেয়েদের সম্মান করতে শেখান, ভক্ষক হওয়ার চেয়ে রক্ষক হওয়ায় কতটা বীরত্বের- তা বুঝান। তনু একজন না, তনু হাজারজন, এক তনুকে হারিয়েছি, আর কোনো তনু যেন না হারায়। তনু হত্যার এমন বিচার হওয়া উচিত, এরপর যাতে কোনো ছেলে কোনো মেয়ের দিকে বাজেভাবে তাকাতেও ভয় পায়…।

অন্যদিকে রেদওয়ান রনি, তাওসীফ মাহবুব ও সাফা কবীর ‘তনু হত্যার বিচার চাই’ ব্যানার নিয়ে ছবি তুলে পোস্ট করেছেন ফেসবুকে। সেই ছবির নিচে অনেকেই কমেন্ট করে তার প্রতিবাদে সাড়া দিয়েছেন। এভাবে প্রতিবাদ জানিয়েছেন আরও অনেক মিডিয়াকর্মী।
এছাড়া শামীমা তুষ্টির মতো আরও অনেকে ভিডিওতে প্রতিবাদ জানিয়েছে। তারা সবাই ২৭ মার্চ টিএসসিতে তনু হত্যার বিচার দাবিতে জড়ো হবেন।

বাংলাদেশ সময়: ১৭৪৮ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।