ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

দুই দিনের দেশ উৎসব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৯ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
দুই দিনের দেশ উৎসব

দেশ টিভির সপ্তম বর্ষপূর্তি ২৬ মার্চ। স্বাধীনতা দিবস ও প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছে দুই দিনের ‘দেশ উৎসব’।

শনি ও রোববার চ্যানেলটিতে প্রচার হবে বিশেষ অনুষ্ঠান। এ দু’দিন চ্যানেলটিতে থাকবে বর্ণিল আয়োজন।

দেশ টিভির অনুষ্ঠান বিভাগের প্রধান রবিউল করিম জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় থাকছে মুক্তিযুদ্ধে জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’। এরপর বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত দেশ টিভি কার্যালয় থেকে সরাসরি সম্প্রচার করা হবে ‘দেশ উৎসব’। অংশগ্রহণে জনপ্রিয় সংগীত, আবৃত্তি ও কৌতুকশিল্পীরা, উপস্থাপনা করবেন লাবণ্য ও মেহনাজ।

শনিবার রাত ৭টা ৪৫ মিনিটে প্রচার হবে স্বাধীনতা দিবসের নাটক ‘ইয়াহিয়া খান’। রচনা ও পরিচালনায় ইমরাউল রাফাত। অভিনয়ে তারিক আনাম খান ও মাজনুন মিজান। রাত ৯টা ৪৫ মিনিটে ‘বেলা অবেলা সারাবেলা’য় থাকবেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীর বিক্রম, উপস্থাপনায় আসাদুজ্জামান নূর। ‘দেশ উৎসব’-এ গাইবেন শিল্পী ফাহমিদা নবী। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ১১টা ৪৫ মিনিটে।

রোববার (২৬ মার্চ) বিকেল ৩টায় থাকছে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছবি ‘তোমার জন্য মরতে পারি’, অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা, আহমেদ শরীফ। এদিন ‘দেশ উৎসব’-এ গাইবেন ন্যানসি ও ওয়ারফেইজ ব্যান্ড। স্টুডিও থেকে সরাসরি সম্প্রচার করা হবে রাত ৭টা ৪৫ মিনিটে।

বাংলাদেশ সময় : ১৮০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৫
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।