ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

গানে গানে স্বাধীনতা দিবস

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
গানে গানে স্বাধীনতা দিবস

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিশেষ কনসার্টের আয়োজন করা হয়েছে। শনিবার (২৬ মার্চ) এসব অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পীরা।



আশুলিয়ার ফ্যান্টাসি কিংডম পার্কে ‘স্বাধীনতা কনসার্ট’-এ থাকবেন আইয়ুব বাচ্চু ও তার ব্যান্ড এলআরবি, লালন ব্যান্ড, হৃদয় খান, জুয়েল মোর্শেদ ও বাঁধন সরকার পূজা। বিকেল ৩টা থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে এসএ টেলিভিশন।

কক্সবাজার সমুদ্র সৈকতে রয়েছে ‘মেগা বীচ কার্নিভাল ২০১৬’। এ অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ওয়ারফেইজ, শিরোনামহীন, অর্থহীন, ডার্ক ও ইনসাইড ইউ। উপস্থাপনায় এহতেশাম ও আরজে রাজু। বিকেল সাড়ে ৪টা থেকে এ আয়োজন সরাসরি দেখাবে এনটিভি।

সাভার ক্যান্টনমেন্টে ‘ইন্ডিপেন্ডেনস লাইভ ২০১৬’ কনসার্টে অংশ নেবে মাইলস ও ডিফারেন্ট টাচ ব্যান্ড। এ ছাড়া গাইবেন ফকির শাহাবুদ্দিন, নিশীতা বড়ুয়া, সুজন আরিফ ও বৃষ্টি। থাকছে নৃত্য পরিবেশনাও। এসএ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে সন্ধ্যা সাড়ে ৭টায়। উপস্থাপনায় আমব্রিন ও ফুয়াদ।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২৫, ২০১৬
টিএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।