ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

নাচবেন নিরব-মেহজাবিন ও জায়েদ খান-পরীমনি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
নাচবেন নিরব-মেহজাবিন ও জায়েদ খান-পরীমনি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র‌্যাব) যুগপূর্তির অনুষ্ঠানে নাচবেন জনপ্রিয় দুই জুটি নিরব-মেহজাবিন ও জায়েদ খান-পরীমনি। রোববার (২৭ মার্চ) র‌্যাব সদর দপ্তরে আয়োজিত ‘র‌্যাব বসন্ত সন্ধ্যা’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচের তালে দর্শকের মুগ্ধ করবেন তারা।



র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন ও এটিএন বাংলার এই যৌথ আয়োজনে থাকছে একঝাঁক তারকার উপস্থিতি। দুই জুটির নৃত্যের পাশাপাশি গান গেয়ে শোনাবেন জনপ্রিয় সংগীতশিল্পী রাজিব, কনা, কিশোর ও লিজা। নাচ-গানে আমন্ত্রিত অতিথিদের মন ভরাবেন তারা।

র‌্যাব সদর দপ্তর থেকে ২৭ মার্চ সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে এটিএন বাংলায় সরাসরি দেখানো হবে অনুষ্ঠানটি। যৌথভাবে পরিচালনা করবেন মুকাদ্দেম বাবু, সেলিম দৌলা খান এবং রুমানা আফরোজ।

বাংলাদেশ সময় : ০৮০৪ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।