ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘বাদশা’র শুটিংয়ে কলকাতায় ফেরদৌস

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৬
‘বাদশা’র শুটিংয়ে কলকাতায় ফেরদৌস

জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা ফেরদৌস এখন কলকাতায়। ‘বাদশা’ ছবির দৃশ্যধারণে অংশ নেওয়ার জন্য তার এই যাত্রা।

এর কাজে সপ্তাহখানেক সেখানেই থাকবেন তিনি।

শনিবার (২৬ মার্চ) বিমানে ওঠার আগে ফেরদৌস জানান, দীর্ঘদিন পর কলকাতায় যাচ্ছেন তিনি। যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’য় তার সহশিল্পী জিৎ ও নুসরাত ফারিয়া। পশ্চিমবঙ্গে কয়েকটি স্থানে শুটিংয়ে অংশ নেবেন তারা। ক’দিন আগে বাংলাদেশ ঘুরে গেলেন জিৎ।

এদিকে ফেরদৌস ছবিতে তার চরিত্র সম্পর্কে এখনই কিছু বলছেন না। জানালেন, ভালো কিছু হবে বলেই তিনি রাজি হয়েছেন। এর আগে ফেরদৌস-জিৎ কলকাতার ‘ফাইটার’ ছবিতে অভিনয় করেন।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মার্চ ২০১৬
এসও

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।