ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

রুনার দুই নাতির গাওয়া গানের ভিডিও

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৮ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
রুনার দুই নাতির গাওয়া গানের ভিডিও

বাংলাদেশের জীবন্ত কিংবদন্তি কণ্ঠশিল্পী রুনা লায়লার দুই নাতি জাইন ও অ্যারনের দেশাত্মবোধক গান গাওয়ার খবর বাংলানিউজে পড়েছেন পাঠকরা। নতুন খবর হলো, এর ভিডিও এসেছে ইউটিউবে।

বাংলাদেশকে নিয়ে সাজানো গানটির শিরোনাম ‘আই লাভ মাই বাংলাদেশ’।

শনিবার (২৬ মার্চ)  স্বাধীনতা দিবসে ভিডিওটি শেয়ার করেছেন রুনা। তিনি সবাইকে এটি দেখার অনুরোধ জানিয়েছেন। ভালো লাগলে শেয়ারও করতে বলেন গুণী এই শিল্পী। জাইন ও অ্যারনের মা তানি লায়লাও সন্তানদের গাওয়া প্রথম গানের ভিডিও শেয়ার করেছেন।

গানটিতে আরও কণ্ঠ দিয়েছেন শিশুশিল্পী জাইনা ও নাজওয়া। জাইন ও অ্যারনের মতো তারাও বেড়ে উঠেছেন ব্রিটেনে। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন ব্রিটিশ-এশীয় সংগীতশিল্পী রাজা কাশেফ। গানটিতে তার এবং রুবায়েত জাহানের কণ্ঠও আছে। এর কথা লিখেছেন সুদীপ কুমার দীপ। পুরো ভিডিওর দৃশ্যায়ন হয়েছে লন্ডনে। ভিডিও নির্মাণ করেছেন মিনহাজ কিবরিয়া।

প্রবাসে থেকেও বাংলা গান চর্চার জন্য দেশের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে গানটি করেছে শিশুশিল্পীরা। এর রেকর্ডিং হয়েছে লন্ডনের হাই স্ট্রিট স্টুডিওতে।

বাংলাদেশ সময় : ১১৪৯ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।