ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

‘হ্যাপি এন্ডিং’ই ইলিয়ানার শেষ নয়!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৭ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
‘হ্যাপি এন্ডিং’ই ইলিয়ানার শেষ নয়!

বলিউড অভিনেত্রী ইলিয়েনা ডি’ক্রুজ দুই বছর ধরে রূপালি পর্দায় নেই। সর্বশেষ বলিউড অভিনেতা সাইফ আলি খানের সঙ্গে ‘হ্যাপি এন্ডিং’ ছবিতে দেখা গেছে তাকে।

তাহলে কি ‘হ্যাপি এন্ডিং’ দিয়েই তার ক্যারিয়ারের ইতি ঘটলো? না। তিনি অন্তত তা মানতে রাজি নন।

ইলিয়েনা বলেছেন, ‘হ্যাপি এন্ডিং আমার ক্যারিয়ারের শেষ নয়। তাই দুশ্চিন্তার কারণ নেই। আমি ফিরছি। ’ তিনি জানান, সামনে অক্ষয় কুমারের বিপরীতে টিনু সুরেশ পরিচালিত ‘রুস্তম’ ছবির মাধ্যমে পর্দায় ফিরছেন। এ নিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। এতে আরও আছেন অর্জন বাজওয়া ও এশা গুপ্ত। এটি মুক্তি পাবে আগামী ১২ আগস্ট।

পোশাকের দিক দিয়ে ইলিয়েনাকে কেতাদুরস্ত মনে হলেও তিনি নাকি ব্র্যান্ডের ব্যাপারে সচেতন নন। যেটা পরে আরাম পান সেটাই ভালো লাগে তার। ২৭ বছর বয়সী এই অভিনেত্রী বলেছেন, ‘আমি সাদাসিধে থাকতে পছন্দ করি। পোশাকের চেয়েও বড়সড় একটা অলঙ্কারে নিজেকে সাজাতে ভালো লাগে আমার। পোশাকের মানকে প্রাধান্য দেই। এটা ব্র্যান্ডের নাকি সাধারণ ডিজাইনারের তা মুখ্য নয়। ’

ইলিয়ানা দৃষ্টিতে বলিউডের কোন অভিনেতা সবচেয়ে স্টাইলিশ? উত্তরটা দিতে গিয়ে অনেকক্ষণ চুপ থেকে তার তিনি বললেন, ‘পুরনো ফ্যাশনে পুরুষদের দেখতে পছন্দ করি। আমার মনে হয়, এ ক্ষেত্রে ফারহান আখতারকে খুব ভালো লাগে। ’

আর অভিনেত্রীদের মধ্যে সোনম কাপুরকেই সবচেয়ে ফ্যাশনেবল মনে করেন ইলিয়েনা। তার কথায়, ‘ফ্যাশনের বেলায় সোনম কাপুর অবিশ্বাস্য! তিনি যা পারেন বা করেন তা করার সাধ্য নেই আমার। তিনি যা করেন সেসবের অর্ধেকও বহনের গুণ নেই আমার। ’

ভারতের প্রখ্যাত ডিজাইনারদের পোশাক পরে নিয়মিত শোস্টপার হিসেবে মঞ্চে হাজির হন ইলিয়েনা। কিন্তু ক্যাটওয়াককে স্নায়ুচাপ মনে করেন তিনি। তার ভাষ্য, ‘র‌্যাম্পে হাঁটার সময় কোনো উত্তেজনা কাজ করে না আমার মধ্যে। বরং এটা আমার কাছে স্নায়ুচাপ মনে হয়। মনে মনে প্রার্থনা করি যেন মঞ্চ থেকে পড়ে না যাই!’

বাংলাদেশ সময় : ১৩৫১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
জেএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।