ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

সমুদ্র সৈকতে জীবন বাঁচালেন জ্যাকম্যান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
সমুদ্র সৈকতে জীবন বাঁচালেন জ্যাকম্যান হিউ জ্যাকম্যান

রূপালি পর্দায় উলভারিনসহ অনেক চরিত্রে ত্রাতার ভূমিকায় অভিনয় করেছেন অস্ট্রেলীয় অভিনেতা হিউ জ্যাকম্যান। এবার বাস্তবে সত্যিকারর হিরো হিসেবে আবির্ভূত হলেন তিনি।

শনিবার (২৬ মার্চ) সিডনির বন্ডি সমুদ্র সৈকতে দুই সন্তানের প্রাণ বাঁচিয়েছেন ৪৭ বছর বয়সী এই তারকা।

নিজের পুত্র ও কন্যাসন্তানকে প্রবল স্রোতে সার্ফিং করার সময় নিরাপদ স্থানে নিয়ে আসেন জ্যাকম্যান। এ সময় সৈকতের দিকে ধেয়ে আসা ভারি স্রোতের কবলে পড়া এক ব্যক্তিকেও অগভীর জলে দাঁড়িয়েই হাত বাড়িয়ে টেনে আনেন তিনি।  

তবে নাইন নেটওয়ার্ককে পিটার অ্যাডাম নামের এক ব্যক্তি সাক্ষাৎকারে জানান, তিনিই উল্টো হলিউডের এই তারকাকে সহযোগিতা করেছেন। তিনি তাকে উদ্ধার করেননি। মেয়েকে উদ্ধারের পর হিউ শুধু হাত বাড়িয়ে পিটারকে এগিয়ে আনেন।

জ্যাকম্যান, ইশারায় অন্য সাঁতারুদেরও উত্তাল স্রোতে না থাকার আহ্বান জানান। খবর সিডনির সানডে টেলিগ্রাফের। পত্রিকাটিকে প্রত্যক্ষদর্শী লিনজি মারফি বলেন, ‘সমুদ্রের ঢেউ খুব দ্রুত রূপ বদলেছে। কিন্তু জ্যাকম্যান শান্তভাবে পরিস্থিতি সামাল দিয়েছেন। ২০ মিনিট পর্যন্ত সব অনুকূলেই ছিলো। কিন্তু হঠাৎ স্রোত বাড়তে থাকে। হিউ তাদেরকে শান্তভাবে সৈকতে নিয়ে আসেন। ’ এ ঘটনার পর বিপদের আশঙ্কা থেকে সৈকতে জনসাধারণের চলাচল বন্ধ করে দেওয়া হয়।

এদিকে গত ২৬ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছে জ্যাকম্যানের নতুন ছবি ‘এডি দ্য ঈগল’। এতে আরও আছেন টেরন এগারটন, ক্রিস্টোফার ওয়াকেন প্রমুখ।

বাংলাদেশ সময় : ১৩৩৩ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।