ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

আরণ্যকের ‘চোখে আঙুল দাদা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
আরণ্যকের ‘চোখে আঙুল দাদা’

মনোজ মিত্রর জনপ্রিয় নাটক ‘চোখে আঙুল দাদা’ মঞ্চায়ন করতে যাচ্ছেন আরণ্যক নাট্যদলের ছয় মেধাবী তরুণ নাট্যকর্মী। আগামী ২৯ মার্চ সন্ধ্যা ৬টায় রাজধানীর ধানমন্ডিস্থ জার্মান সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে নাটকটির উদ্বোধনী প্রদর্শনী হবে।



এর গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুর পর স্বর্গে ঢোকার অনুমতি চায়। নিজের দক্ষতার তালিকা দিতে গিয়ে উল্টো অন্যদের সমালোচনাই করতে থাকে সে। একসময় বিপজ্জনক খেলা শুরু হয়, যা তাকে নরকের দুয়ারে পৌঁছে দেয়।

নাটকটির নির্দেশনা দিয়েছেন ইশতিয়াক হোসেন। তিনি জানান, গত সপ্তাহ সবাই মহড়া করছেন। এখন তারা শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছেন। এতে অভিনয় করবেন রেজওয়ান পারভেজ, মাসুদ আহমেদ, মাহাফুজ মুন্না। আলোক পরিকল্পনায় নূর-এ-জাহান। সংগীত বিন্যাসে উচ্ছ্বাস কুমার। সবার জন্য উন্মুক্ত।

বাংলাদেশ সময় : ১৭৫৬ ঘণ্টা, মার্চ ২৭, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।