ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

ভারতের জাতীয় পুরস্কারে সেরা অমিতাভ, কঙ্গনা ও ‘বাহুবলী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৭ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
ভারতের জাতীয় পুরস্কারে সেরা অমিতাভ, কঙ্গনা ও ‘বাহুবলী’ (বাঁ থেকে) ‘পিকু’তে অমিতাভ বচ্চন, ‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এ কঙ্গনা রনৌত ও ‘বাহুবলী’র দৃশ্য

ভারতের ৬৩তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা হলেন অমিতাভ বচ্চন। সুজিত সরকার পরিচালিত ‘পিকু’ তাকে এনে দিলো এই রাষ্ট্রীয় সম্মান।

এ নিয়ে চতুর্থবার জাতীয় পুরস্কার পেলেন বিগ বি। এর আগে ‘অগ্নিপথ’ (১৯৯০), ‘ব্ল্যাক’ (২০০৫) ও ‘পা’ (২০০৯) ছবির জন্য এই সম্মান পান তিনি।

তৃতীয়বারের মতো সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় পুরস্কার পেলেন কঙ্গনা রনৌত। ‘তনু ওয়েডস মনু রিটার্নস’ ছবিতে দ্বৈত চরিত্রে দারুণ অভিনয়ের জন্য এই স্বীকৃতি দেওয়া হলো তাকে।

সেরা চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে গত বছর সাড়া ফেলে দেওয়া এসএস রাজামৌলির ‘বাহুবলী’। ‘বাজিরাও মাস্তানি’র জন্য সেরা পরিচালক হয়েছেন সঞ্জয়লীলা বানসালি।

বাংলাদেশ সময় : ১১৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।