ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

প্রজন্মের গল্প-কথা নিয়ে আবার ‘প্রজন্ম আগামী’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০২ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
প্রজন্মের গল্প-কথা নিয়ে আবার ‘প্রজন্ম আগামী’

তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা, জীবনযাত্রা, দেশ-সময়-রাজনীতি নিয়ে ভাবনা, সম্পর্ক, সামাজিক যোগাযোগের মাধ্যম ব্যবহার-আসক্তি-প্রয়োগ, সহিংসতা, সহিষ্ণুতা, জাতীয়তাবোধ, লৈঙ্গিক সাম্যতা ইত্যাদি বিষয় নিয়ে আবার শুরু হচ্ছে ‘প্রজন্ম আগামী’। ২০১৪ ও ২০১৫ সালের পর এবার হচ্ছে এর তৃতীয় মৌসুম।



সময়ের সঙ্গে বদলে যেতে থাকা পারিবারিক মূল্যবোধ এবং সন্তানের ওপর পরিবারের প্রভাব বা পরিবারের ওপর সন্তানের প্রভাব কেমন সে বিষয়টিকে প্রাধান্য দিয়ে ‘প্রজন্ম আগামী’র প্রথম পর্বটি সাজানো হয়েছে। এ পর্বে অতিথি হিসেবে থাকছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসিরউদ্দীন ইউসুফ এবং তার মেয়ে প্রযোজক ও মঞ্চ অভিনেত্রী এশা ইউসুফ।

আলোচনার পাশাপাশি একটি সামাজিক নিরীক্ষার মাধ্যমে তুলে ধরা হবে প্রজন্ম থেকে প্রজন্মে কীভাবে ইচ্ছা, জীবনধারা, পছন্দ-অপছন্দ ইত্যাদি বদলে যাচ্ছে। বর্তমান সময়ে সফল কিছু মানুষের সাফল্যের পেছনের গল্প, তরুণ প্রজন্মের কাছে তাদের প্রত্যাশা ইত্যাদি বিষয়ও উঠে আসবে।

এ ছাড়া থাকবে ইউটিউব ও সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল আকারে ছড়িয়ে পড়া কানাডা প্রবাসী প্রকৌশলী মুনতাজার ও তার মেয়ের গাওয়া ‘হরিণ ছানার গান’ শিরোনামের একটি গান। এ গানের সূত্র ধরে দেশের বাইরে অবস্থান করা এসব বাবা-মা তাদের সন্তানদের কীভাবে বড় করছেন সে বিষয়ের ওপর থাকবে একটি বিশেষ পর্ব যেখানে উপস্থিত হবেন ‘হরিণ ছানার গান’ গাওয়া বাবা-কন্যা জুটি এবং থাকবে নতুন একটি গান।

‘প্রজন্ম আগামী’র প্রতিটি পর্বে থাকবে উদীয়মান তরুণ শিল্পীদের পরিবেশনায় গান। প্রথম পর্বে আমন্ত্রিত শিল্পী হিসেবে গেয়েছেন মিনার।

এবার থাকছে মোট ১৩টি পর্ব। আগের মৌসুমের ধারাবাহিকতায় এবারের পর্বগুলোও উপস্থাপনা করছেন আনিশা ও জুনায়েদ। আগামী ৩০ মার্চ থেকে প্রতি বুধবার রাত ৯টা ৩৫ মিনিটে চ্যানেল আইয়ে প্রচার হবে অনুষ্ঠানটি।

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
বিএসকে/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।