ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

বিনোদন

জন্মদিনে শাকিবের এক ঝলক (ভিডিও)

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০১ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
জন্মদিনে শাকিবের এক ঝলক (ভিডিও) শাকিব খান - ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কিং খান খ্যাতি পাওয়ার আগে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে তাকে। তার যুদ্ধটা অন্যদের চেয়ে একটু আলাদা ও কঠিনই।

এ কারণে বারবার রণকৌশল বদলে পারদর্শী হয়েছেন তিনি। ‘অশ্লীলতা’র যুগে, যখন তার উত্থানের সময়, তখন খাদে পড়েননি! আর এখন তো চলচ্চিত্রে একজনেরই রাজত্ব।

তিনি নাম্বার ওয়ান শাকিব খান। দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় এই নায়কের জন্মদিন আজ (২৮ মার্চ)। কলকাতায় ‘শিকারী’ ছবির দৃশ্যধারণে ব্যস্ত তিনি। সেখানেই কাটা হচ্ছে কেক।  

সালমান শাহ, মান্না, রিয়াজ, ফেরদৌস- এই চার নায়কের পর রূপালি পর্দায় সবচেয়ে উজ্জ্বল তারকার নাম শাকিব। দীর্ঘদিন ধরে ‘এক নম্বর’ নায়কের তকমা ধরে রেখেছেন, এটা অবিসংবাদিত এবং স্বীকৃত। ক্যারিয়ারে এক যুগ পেরিয়ে আসা শাকিব এখন পরিণত ও প্রমাণিত। প্রযোজক বা পরিচালক উভয়েরই আস্থার নাম শাকিব। তার ছবি মানেই হিট, মূলধন ফেরত পাওয়ার সম্ভাবনা।

এদিকে নায়িকাদেরও প্রিয় নায়ক শাকিব। কারণ শাকিবের সঙ্গে ছবি করলেই আসে খ্যাতি। অপু বিশ্বাসের সঙ্গে সর্বাধিক ছবিতে অভিনয় করলেও তিনি এখন বলয় ভাঙছেন। আনকোরা নায়িকার সঙ্গেও জমে উঠছে তার রসায়ন। মান্নার মতোই তার নায়িকার তালিকাটা বেশ দীর্ঘ। জন্মদিনে উপভোগ করুন ১০ নায়িকার সঙ্গে শাকিবের রোম্যান্স-

* শাবনূরের সঙ্গে ‘কিছু কিছু মানুষের জীবনে’ :


* পপির সঙ্গে ‘আমরা শুধু দুজন দুজনার’ :


* পূর্ণিমার সঙ্গে ‘জান রে’ :


* অপু বিশ্বাসের সঙ্গে ‘নীল নীল নীলাঞ্জনা’ :


* ববির সঙ্গে ‘তুমি ছাড়া’ :


* মাহির সঙ্গে ‘এই প্রথম একটি মুখ’ :


* জয়া আহসানের সঙ্গে ‘ও প্রিয়’ :


* মিমের সঙ্গে ‘কী যাদু করেছো বলো না’ :


* পরীমনির সঙ্গে ‘তুমি আমার বসুন্ধরা’ :

 
* তিশার সঙ্গে ‘আমার মতোন কে আছে বলো’ :


বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ২৮, ২০১৬
এসও/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।